Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 41:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 সারা মিশরে সাত বছর প্রচুর ফসল ফলবে কিন্তু তার পরের সাত বছর দুর্ভিক্ষ হবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 দেখুন, সমস্ত মিসর দেশে সাত বছর শস্যের অতিশয় প্রাচুর্য হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 মিশর দেশে অতিপ্রাচুর্যময় সাতটি বছর আসতে চলেছে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 দেখুন, সমস্ত মিসর দেশে সাত বৎসর অতিশয় শস্যবাহুল্য হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 সাত বছর মিশরে প্রচুর শস্য উৎপন্ন হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 দেখুন, সমস্ত মিশর দেশে সাত বছর প্রচুর শস্য হবে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 41:29
4 ক্রস রেফারেন্স  

যোষেফের সংগৃহীত শস্যের পরিমাণ হল সাগরতীরের বালুকারাশির মতই অপরিমেয়। সংগৃহীত শস্যের পরিমাণ এত বেশী হল যে তিনি শেষে পরিমাণ করা স্থগিত রাখলেন, কারণ শস্যের পরিমাপ করা আর সম্ভব ছিল না।


সাতটি হৃষ্টপুষ্ট গাভী সাতটি বছরের প্রতীক। সাতটি পরিপুষ্ট শীষও সাত বছরের প্রতীক। দুটি স্বপ্নেরই অর্থ এক।


প্রাচুর্যের বছরগুলির কথা মিশরীরা ভুলে যাবে। দুর্ভিক্ষে দেশ উচ্ছিন্ন হয়ে যাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন