Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 40:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তখন প্রধান খানসামা যোষেফকে তার স্বপ্নের কথা বলল: আমি দেখলাম, আমার সামনে একটি আঙুর লতা রয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তখন প্রধান পানপাত্র-বাহক ইউসুফকে তার স্বপ্নের বৃত্তান্ত জানালো; সে তাঁকে বললো, আমি স্বপ্নে দেখলাম, আমার সম্মুখে একটি আঙ্গুর লতা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 অতএব প্রধান পানপাত্র বহনকারী যোষেফকে তার স্বপ্নটি বলল। সে তাঁকে বলল, “আমার স্বপ্নে আমার সামনে আমি একটি দ্রাক্ষালতা দেখলাম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তখন প্রধান পানপাত্রবাহক যোষেফকে আপন স্বপ্নবৃত্তান্ত জানাইল, তাঁহাকে কহিল, আমার স্বপ্নে, দেখ, আমার সম্মুখে এক দ্রাক্ষালতা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 সুতরাং দ্রাক্ষারস পরিবেশক যোষেফকে তার স্বপ্ন বলল, “আমি স্বপ্নে একটা দ্রাক্ষালতা দেখলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তখন প্রধান পানপাত্র বাহক যোষেফকে নিজের স্বপ্নের বৃত্তান্ত জানাল, তাঁকে বলল, “আমার স্বপ্নে, দেখ, আমার সামনে একটি আঙ্গুর গাছ।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 40:9
9 ক্রস রেফারেন্স  

তারপর এলেন দানিয়েল। তিনিই বেল্টশৎসর। আমাদের দেবতাদের নামে তাঁর নাম বেল্টশৎসর রাখা হয়েছে। পবিত্র ঈশ্বরের আত্মা তাঁর অন্তরে অধিষ্ঠান করেন। তাই আমি আমার স্বপ্নটি তাঁকে বললাম। বললাম,


মহারাজ, স্বপ্ন দর্শনে আপনি একটি বিশালকায় মূর্তি দেখেছিলেন। সেটি ছিল দাঁড়িয়ে। বিকট, বীভৎস সেই মূর্তি। তার গা থেকে যেন ছটা বের হচ্ছিল।


এই ঘটনার কিছুদিন পরে মিশররাজের প্রধান খানসামা ও প্রধান পাচক তাদের মনিব


মিশররাজের বিরুদ্ধে অপরাধ করল। ফারাও তাঁর এই দুইজন কর্মচারী প্রধান খানসামা ও প্রধান পাচকের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে,


তারা বলল, আমরা দুজনেই আজ স্বপ্ন দেখেছি, কিন্তু এখানে তার অর্থ বলে দেওয়ার মত কেউ নেই। যোষেফ তাদের বললেন, একমাত্র ঈশ্বরই সব কিছুর ব্যাখ্যা করতে পারেন, কিন্তু তাহলেও আপনারা আমাকে স্বপ্নের কথা বলুন।


তার একটি শাখা, তাতে কুঁড়ি ফুটল, ফল ধরল এবং সেগুলি থোকা থোকা পাকা আঙুরে পরিণত হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন