Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 40:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তিন দিনের মধ্যে ফারাও আপনার শিরশ্ছেদ করবেন এবং আপনার দেহ একটি গাছে ঝুলিয়ে রাখা হবে। পাখিরা আপনার দেহ ঠুকরে খাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 সেই তিনটি ডালিতে তিন দিন বুঝায়। তিন দিনের মধ্যে ফেরাউন আপনার দেহ থেকে মাথা কেটে ফেলে আপনাকে গাছে টাঙ্গিয়ে দেবেন এবং পাখিরা আপনার দেহ থেকে মাংস খাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা কেটে ফেলবেন ও আপনার দেহটি শূলে চড়াবেন। আর পাখিরা আপনার মাংস খুবলে খুবলে খাবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তিন দিনের মধ্যে ফরৌণ আপনার দেহ হইতে মস্তক উঠাইয়া আপনাকে গাছে টাঙ্গাইয়া দিবেন, এবং পক্ষিগণ আপনার দেহ হইতে মাংস ভক্ষণ করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 তিন দিনের মধ্যে রাজা তোমাকে কারাগার থেকে মুক্তি দেবেন। তিনি তোমার শিরশ্ছেদ করে একটা বাঁশের মাথায় ঝুলিয়ে দেবেন। আর পাখীরা তোমার দেহের মাংস খাবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 তিন দিনের র মধ্যে ফরৌণ তোমার দেহ থেকে মাথা তুলে নিয়ে তোমাকে গাছে ফাঁসি দেবেন এবং পাখিরা তোমার দেহ থেকে মাংস খাবে।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 40:19
17 ক্রস রেফারেন্স  

যোষেফ তাদের স্বপ্নের যে রকম ব্যাখ্যা করেছিলেন ঠিক সেই ভাবেই সব কিছু ঘটল।


শাস্ত্রে আছে, কাষ্ঠদণ্ডে যাকে ঝোলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রীষ্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন।


কারণ তোমাদের কাছে ঈশ্বরের সার্বিক উদ্দেশ্য আমি ব্যক্ত করেছি, কিছুই গেআপাড় করিনি।


সৈন্যবাহিনীসহ গোগ ও তার মিত্রপক্ষ ইসরায়েলের পার্বত্যভূমিতে মারা পড়বে। তাদের মৃতদেহ পাখি ও বন্যজন্তুর আহার হবে।


যে তার বৃদ্ধ পিতামাতাকে উপহাস ও অবজ্ঞা করে, চিল তার চোখ উপড়ে নিক, শকুন ছিঁড়ে খাক তাকে।


শৌলের উপপত্নী রিসপা (অয়ের কন্যা) তখন সেই পাহাড়ে পুত্রদের মৃতদেহের কাছে একটা চট বিছিয়ে সেখানেই থাকতে লাগল। দিনের বেলায় সে পাখি তাড়াতো আর রাতে বুনো জানোয়ার তাড়াতো যাতে তারা দেহগুলি খেতে না পারে। এইভাবে ফসল কাটার মরশুমের শুরু থেকে বর্ষাকাল না আসা পর্যন্ত সে সেখানেই থাকল।


কাজেই তাঁর বংশধরদের মধ্যে সাতজন পুরুষকে আমাদের হাতে তুলে দিন। প্রভু পরমেশ্বরের মনোনীত রাজা শৌলের জন্মভূমি গিবিয়াতে পরমেশ্বর প্রভুর সামনে আমরা তাদের ফাঁসি দেব। রাজা বললেন, ঠিক আছে, তোমাদের হাতে তাদের তুলে দেব।


প্রভু আজ আমার হাতে তোমার পরাজয় ঘটাবেন। আমি তোমাকে পরাস্ত করে তোমার শিরচ্ছেদ করব আর ফিলিস্তিনী সৈন্যদের শব আকাশের পাখি ও মাঠের পশুদের খাওয়াব। তা দেখে পৃথিবীর সকলে জানবে যে ইসরায়েলীদেরও একজন আরাধ্য ঈশ্বর আছেন।


আমি তোর মাংস আকাশের পাখি আর মাঠের পশুদের খাওয়াব।


এ কথা বলে তিনি ঐ রাজাদের বধ করলেন এবং তাঁদের দেহ পাঁচটি গাছে ঝুলিয়ে দিলেন। সারাদিন তাদের দেহ সেখানে ঝুলে রইল।


তিনি অয়ের রাজাকে গাছে টাঙিয়ে ফাঁসি দিলেন এবং সারাদিন তার দেহ ঝুলিয়ে রাখলেন। সূর্যাস্তের সময় যিহোশূয়ের নির্দেশে লোকেরা রাজার মৃতদেহ গাছ থেকে নামিয়ে নগরের প্রবেশপথে ফেলে রাখল এবং তার উপরে পাথর চাপা দিয়ে বিরাট এক স্তূপ তৈরী করল। আজও তা সেখানে রয়েছে।


এবং সে যে রকম বলেছিল ঠিক সেইরকমই ঘটেছিল। আমি আমার পূর্বপদে প্রতিষ্ঠিত হয়েছিলাম আর পাচকের হয়েছিল ফাঁসী।


উপরের ঝুড়িটিতে ফারাও-এর জন্য তৈরী করা সব রকমের খাবার রয়েছে, কিন্তু পাখীরা আমার মাথার উপরের সেই ঝুড়ি থেকে সব খাবার খেয়ে নিচ্ছে।


ঐ তিনটি শাখা তিন দিন। তিন দিনের মধ্যে ফারাও আপনাকে সসম্মানে মুক্তি দেবেন এবং পূর্বের পদে বহাল করবেন। প্রধান খানসামা থাকাকালে যেমন করতেন তেমনই আপনি আবার ফারাও-এর হাতে পানপাত্র তুলে দেবেন।


যোষেফ বললেন, এর অর্থ হচ্ছে: ঐ তিনটি ঝুড়ি তিন দিন।


তৃতীয় দিন ছিল ফারাও-এর জন্মদিনের উৎসব। তিনি তাঁর অমাত্যবর্গের জন্য একটি ভোজ দিলেন। এই উপলক্ষে প্রধান খানসামা ও প্রধান পাচককে তিনি তাঁর অমাত্যবর্গের সম্মুখে উপস্থিত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন