Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 40:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 এই ঘটনার কিছুদিন পরে মিশররাজের প্রধান খানসামা ও প্রধান পাচক তাদের মনিব

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 ঐ সকল ঘটনার পরে মিসরের বাদশাহ্‌র পানপাত্র-বাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক তাদের মালিক মিসরের বাদশাহ্‌র বিরুদ্ধে অপরাধ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 কিছুকাল পর, মিশরের রাজার পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা তাদের প্রভুকে, মিশরের রাজাকে অসন্তুষ্ট করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 ঐ সকল ঘটনার পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও মোদক আপনাদের প্রভু মিসর-রাজের বিরুদ্ধে দোষ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 পরে ফরৌণের দুই ভৃত্য ফরৌণের প্রতি কিছু অন্যায় কাজ করল। এই ভৃত্যরা ছিল তাঁর রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারী।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 ঐ সব ঘটনার পরে মিশর-রাজের পান পাত্রবাহক ও রুটিওয়ালা নিজেদের প্রভু মিশর রাজের বিরুদ্ধে দোষ করল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 40:1
10 ক্রস রেফারেন্স  

ঐ তিনটি শাখা তিন দিন। তিন দিনের মধ্যে ফারাও আপনাকে সসম্মানে মুক্তি দেবেন এবং পূর্বের পদে বহাল করবেন। প্রধান খানসামা থাকাকালে যেমন করতেন তেমনই আপনি আবার ফারাও-এর হাতে পানপাত্র তুলে দেবেন।


সেই রাতে রাজা ঘুমাতে পারছিলেন না। তাই তিনি তাঁর সাম্রাজ্যের সমস্ত স্মরণীয় ঘটনাবলীর লিপিবদ্ধ বিবরণী তাঁকে পড়ে শোনাতে বললেন।


হে প্রভু পরমেশ্বর, আমার বিনতি শোন, শোন তোমার দাসেদের প্রার্থনা, এরা আনন্দ সহকারে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে। আমাকে সফলতা দাও এবং সম্রাটের দৃষ্টিতে আমাকে অনুগ্রহভাজন কর। সেই সময় আমি রাজার পানপাত্র বাহক ছিলাম।


মিশররাজের বিরুদ্ধে অপরাধ করল। ফারাও তাঁর এই দুইজন কর্মচারী প্রধান খানসামা ও প্রধান পাচকের উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে,


কারাগারে বন্দী মিশররাজের প্রধান খানসামা ও প্রধান পাচক দুজনেই একরাত্রে পৃথক্‌ পৃথক্‌ স্বপ্ন দেখল। দুটির অর্থও ছিল ভিন্ন।


ফারাও-এর পানপাত্র ছিল আমার হাতে, আমি আঙুরগুলি তুলে নিংড়ে তার রস পানপাত্রে রাখলাম এবং সেটি ফারাও-এর হাতে দিলাম।


প্রধান পাচক যোষেফকে স্বপ্নের ভাল ব্যাখ্যা করতে দেখে বলল, আমিও একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম, আমার মাথায় রুটি বোঝাই তিনটি ঝুড়ি চাপানো রয়েছে।


ফারাও-এর প্রধান খানসামা তখন বলল, আজ আমার একটা ত্রুটির কথা মনে পড়ছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন