Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 4:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 ইরাদের পুত্র মেহুযায়েল, মেহুযায়েলের পুত্র মেথুশায়েল ও মেথুশায়েলের পুত্র লেমেক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 হনোকের পুত্র ঈরদ, ঈরদের পুত্র মহূয়ায়েল, মহূয়ায়েলের পুত্র মথূশায়েল ও মথূশায়েলের পুত্র লামাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 হনোক ঈরদের জন্ম দিল, এবং ঈরদ মহূয়ায়েলের বাবা হল, এবং মহূয়ায়েল মথূশায়েলের বাবা হল, এবং মথূশায়েল লেমকের বাবা হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 হনোকের পুত্র ঈরদ, ঈরদের পুত্র মহূয়ায়েল, মহূয়ায়েলের পুত্র মথূশায়েল ও মথূশায়েলের পুত্র লেমক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 হনোকের ইরদ নামে একটি পুত্র হল। ইরদের পুত্রের নাম মহূয়ায়েল। আর তার পুত্রের নাম মথুশায়েল। আর তার পুত্রের নাম লেমক।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 হনোকের ছেলে ঈরদ, ঈরদের ছেলে মহুয়ায়েল, মহুয়ায়েলের ছেলে মথূশায়েল ও

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 4:18
5 ক্রস রেফারেন্স  

এষৌ কনানী রমণীদের পত্নীরূপে গ্রহণ করেছিলেন। হিত্তীয় এলোনের কন্যা আদা, হিব্বীয় সিবিয়োনের নাতনী ও আনার কন্যা অহলিবামা, এবং


হনোকের পঁয়ষট্টি বছর বয়সে মেথুশেলার জন্ম হয়।


কয়িন তার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর সে গর্ভবতী হয়ে হনোকের জন্মদান করল। কয়িন তখন একটি নগর নির্মাণ করছিল। সে তার পুত্রের নামে সেই নগরের নাম রাখল হনোক। হনোকের পুত্র ইরাদ,


লেমেক দুই স্ত্রী গ্রহণ করেছিল, তাদের একজনের নাম আদা অন্যজনের নাম সিল্লা। আদার গর্ভে জন্মগ্রহণ করেছিল যাবল।


মেথুশেলা একশো সাতাশী বছর বয়সে লেমেকের জনক হলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন