Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 39:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 পরে তিনি স্বামীর কাছে ঐ কথারই পুনরাবৃত্তি করে বললেন, আমাকে অপমান করার জন্য যে হিব্রু ক্রীতদাসকে তুমি এনেছ, সে আজ আমার কাছে এসেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 পরে সেই কথানুসারে তাঁকে বললো, তুমি যে ইবরানী গোলামকে আমাদের কাছে এনেছ, সে আমার সঙ্গে রঙ্গ করতে আমার কাছে এসেছিল;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 পরে সে পোটিফরকে এই গল্পটি বলে শোনাল: “যে হিব্রু ক্রীতদাসটিকে তুমি এনেছিলে, সে আমার সঙ্গে ফুর্তি করার জন্য আমার কাছে এসেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 পরে সেই বাক্যানুসারে তাঁহাকে কহিল, তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছি আনিয়াছ, সে আমার সহিত ঠাট্টা করিতে আমার কাছে আসিয়াছিল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 স্বামীকেও সে ঐ একই ঘটনা বলল। সে বলল, “যে ইব্রীয় দাসটিকে তুমি এখানে এনেছ, সে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 পরে সে সেই কথা অনুযায়ী তাঁকে বলল, “তুমি যে ইব্রীয় দাসকে আমাদের কাছে এনেছ, সে আমার সঙ্গে ঠাট্টা করতে আমার কাছে এসেছিল;

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 39:17
15 ক্রস রেফারেন্স  

তোমরা গুজব রটনা করবে না। দুর্জনের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার দুষ্কর্মের সহায়তা করবে না।


তখন প্রধান পুরোহিত নিজের পোষাক ছিঁড়ে ফেলে বললেন, এ তো ঘোর ঈশ্বরনিন্দা! অন্য সাক্ষীর আর কী প্রয়োজন? তোমরা তো নিজেরাই এই ঈশ্বরনিন্দা শুনলে।


মিথ্যা সাক্ষ্য দেয় যে দণ্ড এড়াতে পারবে না, মিথ্যা কথা যে বলে সে অবশ্যই ধ্বংস হবে।


মিথ্যা সাক্ষ্য যে দেয় তার দণ্ড হবেই। মিথ্যা কথা বলে কেউ রেহাই পাবে না।


সত্যবাদীর বাক্য চিরতরে প্রতিষ্ঠিত হয় কিন্তু মিথ্যাবাদীর কথা ক্ষণস্থায়ী।


শত্রুদের কোলাহলে, দুর্জনের অত্যাচারে। তারা সৃষ্টি করে মহাসঙ্কট আমার পথে, শত্রুতা করে দারুণ আক্রোশে।


দুষ্টেরা নিষ্কাশিত করে তাদের তরবারি, ধনুকে পরায় গুণ দীন দরিদ্রদের নিপাত করার জন্য, বিনাশ করতে তাদের যারা চলে ন্যায়ের পথে।


এলিয়কে দেখামাত্র আহাব বললেন, এই যে তুমি, ইসরায়েলের কাঁটা।


প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না।


প্রভু পত্নী চীৎকার করে বাড়ির লোকজনকে ডেকে বললেন, দেখ তোমরা! আমার স্বামী আমাদের সকলকে অপমান করার জন্য এই হিব্রু লোকটিকে এনেছেন। আমাকে মানভ্রষ্ট করার মতলবে এই লোকটি এখানে এসেছিল, কিন্তু আমি চীৎকার করে উঠলাম।


স্বামী বাড়ি ফিরে না আসা পর্যন্ত তিনি সেই জামাটি নিজের কাছেই রাখলেন।


কিন্তু আমি যখন চিৎকার করে লোক ডাকলাম তখন সে আমার কাছে জামাটি ফেলে পালিয়ে গেল।


মিথ্যাবাদী যাকে পছন্দ করে না তার নামে সে মিথ্যা কথা বলে। মিথ্যাভাষণ নির্দোষের সর্বনাশ ঘটায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন