Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 39:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পত্নী তখন তাঁর জামা টেনে ধরে বললেন, আমাকে তোমার সঙ্গ দিতেই হবে। যোষেফ তাঁর হাতে জামাটি ফেলে রেখে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 তখন সে ইউসুফের কাপড় ধরে বললো, আমার সঙ্গে শয়ন কর; কিন্তু ইউসুফ তার হাতে তাঁর কাপড়টি ফেলে বাইরে পালিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 তাঁর প্রভু-পত্নী তাঁর আলখাল্লা টেনে ধরে বলল, “আমার সাথে বিছানায় এসো!” কিন্তু তিনি তার হাতে নিজের আলখাল্লাটি ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 কিন্তু যোষেফ তাহার হস্তে আপন বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইয়া গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 তাঁর মনিবের স্ত্রী সেই সময় তাঁর কাপড় টেনে ধরে বলল, “আমার সঙ্গে বিছানায় এস।” কিন্তু যোষেফ সেই বাড়ী থেকে এত দ্রুত দৌড়ে পালাল যে জামাটা স্ত্রীলোকটির হাতেই রয়ে গেল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 তখন সে যোষেফের পোশাক ধরে বলল, “আমার সঙ্গে শয়ন কর৷” কিন্তু যোষেফ তার হাতে নিজের পোশাক ফেলে বাইরে পালিয়ে গেলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 39:12
16 ক্রস রেফারেন্স  

সুতরাং যৌবনের কামনা বাসনা পরিহার কর এবং শুদ্ধ চিত্তে যারা প্রভুকে ডাকে তাদের সঙ্গে ন্যায়নিষ্ঠতা, বিশ্বাস, প্রেম ও শান্তির দিকে লক্ষ্য স্থির কর।


প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্‌দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক।


আমি দেখলাম, মৃত্যুর চেয়েও তিক্ত এক বস্তু-সে হচ্ছে নারী। তার ভালবাসা ফাঁদ ও জালের মত, শৃঙ্খলের মত তার বাহু আবদ্ধ করে তোমাকে। ঈশ্বর যার প্রতি প্রীত, সে-ই শুধু এড়াতে পারে তার কঠিন বন্ধন, কিন্তু পাপীরা ধরা পড়ে তার ফাঁদে।


ব্যাধের হাত থেকে হরিণের মত, শিকারীর ফাঁদ থেকে পাখির মত তার ফাঁদ থেকে নিজেকে উদ্ধার কর।


তুমি সেই নারীর কাছ থেকে দূরে থেক, তার বাড়ির দরজায় কখনও যেও না।


তোমরা ভুল করো না, ‘কুসংসর্গে স্বভাব নষ্ট হয়’।


কিন্তু ঐ মহিলা দিনের পর দিন যোষেফকে ঐ কথাই বলতে লাগলেন! যোষেফ তাঁর শয্যাসঙ্গী হতে বা তাঁর সান্নিধ্যে যেতে রাজী হলেন না।


তিনি একদিন তাঁকে বললেন, এস, আমার শয্যাসঙ্গী হও। কিন্তু যোষেফ প্রভু পত্নীর প্রস্তাব অগ্রাহ্য করে বললেন, আমার মনিবের কথা ভাবুন। তাঁর সংসারে আমি কি করছি না করছি তার কিছুই তিনি জানেন না। তিনি তাঁর সর্বস্ব আমার হাতে সঁপে দিয়েছেন।


বৎস, ওদের সঙ্গে তুমি পথ চলো না, ও পথ থেকে নিবৃত্ত হোক তোমার চরণ।


এই কথা বলে শমুয়েল চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। শৌল তখন শমুয়েলের জোব্বার প্রান্তভাগ টেনে ধরলেন ফলে শমুয়েলের জোব্বা ছিঁড়ে গেল।


একদিন যোষেফ কাজের জন্য বাড়ির ভিতরে গেলেন। বাড়ির লোকজন তখন কেউ সেখানে ছিল না।


জামা ফেলে রেখে যোষেফকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখে


তামর তার কাছে খাবার নিয়ে এলে সে তাকে জড়িয়ে ধরে বলল, এস, আমার কাছে শোও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন