Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 37:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সতেরো বছরের তরুণ যোষেফ তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত। তার বিমাতা বিল্‌হা ও সিল্‌পার পুত্রদের সঙ্গী ছিল সে। যোষেফ তাদের অপকর্মের কথা বাবার কাছে এসে জানাত। যোষেফ ছিল ইসরায়েলের বৃদ্ধবয়সের সন্তান তাই তিনি অন্যান্য পুত্রদের চেয়ে

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 ইয়াকুবের বংশ-বৃত্তান্ত হচ্ছে: ইউসুফ সতের বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে বাল্যকালে নিজের সৎমা বিল্‌হার ও সিল্পার পুত্রদের সহচর ছিল এবং ইউসুফ তাদের খারাপ আচার-আচরণের বিষয় পিতাকে জানাতেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এই হল যাকোবের বংশপরম্পরার বৃত্তান্ত। সতেরো বছর বয়স্ক এক যুবক যোষেফ, তাঁর সেই দাদাদের সঙ্গে পশুপাল চরাচ্ছিলেন, যাঁরা ছিলেন তাঁদের বাবার স্ত্রী বিলহা ও সিল্পার ছেলে, এবং তাঁদের কুকর্মের খবর যোষেফ তাঁদের বাবার কাছে পৌঁছে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতের বৎসর বয়সে আপন ভ্রাতৃগণের সহিত পশুপাল চরাইত; সে বাল্যকালে আপন পিতৃভার্য্যা বিল্‌হার ও সিল্পার পুত্রগণের সহচর ছিল, এবং যোষেফ তাহাদের কুব্যবহারের বার্ত্তা পিতার নিকটে আনিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 যাকোবের পরিবারের বৃত্তান্ত এইরকম। যোষেফ তখন 17 বছর বয়স্ক যুবক। তাঁর কাজ ছিল মেষ ও ছাগলের তত্ত্বাবধান করা। যোষেফ এই কাজ করতেন তাঁর ভাইদের সঙ্গে অর্থাৎ‌ বিল্হা ও সিল্পার সন্তানদের সঙ্গে। (বিল্হা ও সিল্পা তাঁর সৎ‌ মা ছিলেন।) ভাইরা মন্দ কাজ করলে যোষেফ তা তাঁর পিতাকে এসে জানাতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতেরো বছর বয়সে তার ভাইদের সঙ্গে পশুপাল চরাত; সে ছোটবেলায় তার বাবার স্ত্রী বিলহার ও সিল্পার ছেলেদের সঙ্গী ছিল এবং যোষেফ তাদের খারাপ ব্যবহারের খবর বাবার কাছে আনত।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 37:2
17 ক্রস রেফারেন্স  

প্রথমত, আমি শুনেছি যে মণ্ডলীর সভায় তোমরা যখন একত্র হও তখন তোমাদের মধ্যে দলভেদ হয় এবং আমি একথা কিছুটা সত্য বলে বিশ্বাস করি।


সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


আমি শুনলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এমন ব্যভিচারে লিপ্ত যা ম্লেচ্ছদের মধ্যেও দেখা যায় না, এমন কি সে তার বিমাতার সঙ্গে সহবাস করছে।


ভাইসব, ক্লোয়ের পরিবারের লোকজনের কাছ থেকে আমি জেনেছি যে তোমাদের মধ্যে ঝগড়াবিবাদ রয়েছে।


জগত তোমাদের ঘৃণা করতে পারে না। কিন্তু আমাকে ঘৃণা করে কারণ তার পথ যে মন্দ, সে কথা আমি প্রকাশ করে দিই।


এদিকে লেয়া যখন দেখলেন তার আর কোন সন্তান হল না তখন তিনি তাঁর দাসী সিলপার সঙ্গে যাকোবের বিবাহ দিলেন।


এই কথা বলে তিনি তার দাসী বিল্‌হার সঙ্গে যাকোবের বিবাহ দিলেন।


নোহের পুত্র শেম, হাম ও যাফত-এর বংশ বৃত্তান্ত নিম্নরূপ। প্লাবনের পরে তাদের সন্তানেরা জন্মগ্রহণ করেছিল।


নোহের কাহিনীঃ নোহ তখনকার লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধপুরুষ ছিলেন। তিনি ঈশ্বরের সান্নিধ্যে জীবন যাপন করতেন।


আদমের বংশতালিকা এইরূপঃ মানুষ সৃষ্টি করার সময় ঈশ্বর নিজের সাদৃশ্যেই তাকে গঠন করেছিলেন।


এই হল আকাশমন্ডল ও পৃথিবীর সৃষ্টিকাহিনী ।


যোষেফ ত্রিশ বছর বয়সে মিশররাজ ফারাও-এর কর্মচারীরূপে নিযুক্ত হলেন। তিনি ফারাও-এর দরবার থেকে বিদায় নিয়ে সারা মিশর দেশ পরিভ্রমণ করলেন।


যোষেফ তাঁর ভাইদের চিনতে পেরেছিলেন কিন্তু তারা তাঁকে চিনতে পারল না।


দেশে এই দুই বছর দুর্ভিক্ষ চলছে এবং আরও পাঁচ বছর চাষবাস বা ফসল কাটা হবে না।


তখন তোমরা বলবে, মহারাজ আমরা সারাজীবন মেষপালন করে এসেছি। আমাদের পূর্বপুরুষেরাও তাই করতেন। গোশেন প্রদেশে যাতে তোমাদের বসতি হয় সেই জন্যই তোমাদের একথা বলা দরকার কারণ মিশরীরা মেষপালকদের ঘৃণার চোখে দেখে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন