Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 37:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তারা দূর থেকে যোষেফকে পেল এবং সে তাদের কাছে গিয়ে পৌঁছাবার আগেই তাকে হত্যা করার ষড়যন্ত্র করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তারা দূর থেকে তাকে দেখতে পেল এবং সে কাছে উপস্থিত হবার আগে তাকে মেরে ফেলবার জন্য ষড়যন্ত্র করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কিন্তু তাঁরা দূর থেকেই তাঁকে দেখতে পেলেন, এবং তিনি তাঁদের কাছে পৌঁছানোর আগেই, তাঁরা তাঁকে হত্যা করার পরিকল্পনা করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তাহারা দূর হইতে তাহাকে দেখিতে পাইল, এবং সে নিকটে উপস্থিত হইবার পূর্ব্বে তাহাকে বধ করিবার জন্য ষড়যন্ত্র করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 যোষেফের ভাইরা তাকে দূর থেকে আসতে দেখে তাকে হত্যা করার পরিকল্পনা করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 তারা দূর থেকে তাকে দেখতে পেল এবং সে কাছে উপস্থিত হবার আগে তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 37:18
19 ক্রস রেফারেন্স  

পরের দিন ইহুদীরা সমবেত হয়ে ষড়যন্ত্র করল। তাদের মধ্যে কয়েকজন শপথ নিল যে, পৌলকে হত্যা না করে তারা কোন খাদ্য কিম্বা পানীয় গ্রহণ করবে না।


তারণোৎসব ও খামিরবিহীন রুটির পর্বের আর দুদিন বাকী। পুরোহিতদের নেতৃবৃন্দ আর শাস্ত্রীরা যীশুকে কৌশলে গ্রেপ্তার করে হত্যা করার উপায় খুঁজছিলেন।


দুষ্টলোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে তাকে বধ করার চেষ্টা করে সে।


ধার্মিকের বিরুদ্ধে চক্রান্ত করে দুর্জন, তাকে দেখে জর্জরিত হয় সে দুর্বার ক্রোধ ও চরম ঘৃণায়।


শৌল তাঁর পুত্র যোনাথন এবং তাঁর পারিষদবর্গকে বলে দিলেন যেন তারা দাউদকে হত্যা করে।


সুতরাং সেই দিন থেকেই তারা যীশুকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলেন।


আমি শুনতে পাচ্ছি, অনেকের কানাকানি, আতঙ্ক ঘিরে ধরেছে আমায়, আমার বিরুদ্ধে ওরা করছে চক্রান্ত, করছে ষড়যন্ত্র আমার জীবন নাশের।


কিন্তু চাষীরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, এই হচ্ছে উত্তরাধিকারী। এস, একে আমরা মেরে ফেলি, তাহলে মালিকানা আমাদের হবে।


পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।


কিন্তু চাষীরা যখন ভূস্বামীর ছেলেটিকে দেখতে পেল, তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, এ-ই হল উত্তরাধিকারী, এস, একে মেরে ফেলে এর সম্পত্তি আমরা দখল করে নিই।


আমার ভালবাসার বিনিময়ে তারা করছে বিরুদ্ধাচরণ, তবুও আমি রয়েছি প্রার্থনায় নিবিষ্ট তাদের মঙ্গল কামনায়।


তিনি সেই বিপক্ষদের হৃদয়ে আনলেন পরিবর্তন, তাঁর প্রজাদের বিরুদ্ধে তাদের মন হল বিদ্বেষে পরিপূর্ণ, তাঁর সেবকদের সঙ্গে তারা করল প্রতারণা।


ওরা ধার্মিকের জীবন নাশের জন্য দলবদ্ধ হয়, নির্দোষকে দেয় মৃত্যুদণ্ড।


তারা পরামর্শ করে বলল, ঐ দেখ, স্বপ্নদর্শক মশাই আসছেন।


যাকোব পিতার আশীর্বাদ লাভ করেছিলেন বলে তাঁর প্রতি এষৌর মনে আক্রোশ জন্মাল। তিনি নিজের মনে বললেন, পিতার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তাঁর মৃত্যু হলেই আমি যাকোবকে হত্যা করব।


পিতার মৃত্যুর পর যোষেফের ভাইয়েরা আলোচনা করতে লাগলেন, যোষেফ হয়তো এবার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করবে। আমরা তার যে অনিষ্ট করেছিলাম সে হয়তো এবার তার প্রতিশোধ নেবে।


তোমরা আমার অনিষ্ট করার পরিকল্পনা করেছিলে সত্য কিন্তু ঈশ্বর তা মঙ্গলে পরিণত করেছেন। আজ তোমরা দেখছ যে এর দ্বারা ঈশ্বর বহু লোকের জীবন রক্ষা করেছেন।


কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমিই ভরসা আমার, আমি বলি: তুমিই আমার আরাধ্য ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন