Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সেয়ীরের পার্বত্য অঞ্চলনিবাসী ইদোমীদের আদিপুরুষ এষৌর বংশ তালিকা নিম্নরূপ:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এই হল সেয়ীর পর্বতস্থ ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশ-বৃত্তান্ত:

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 সেয়ীরের পার্বত্য অঞ্চলে বসবাসকারী ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশপরম্পরা এইরকম:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 সেয়ীর পর্ব্বতস্থ ইদোমীয়দের পূর্ব্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এষৌ হলেন ইদোমীয়দের পূর্বপুরুষ। পার্বত্য সেয়ীর (ইদোম) প্রদেশে বসবাসকারী এষৌর পরিবারগোষ্ঠীর নামগুলি:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 সেয়ীর পর্বতে অবস্থিত ইদোমীয়দের পূর্বপুরুষ এষৌর বংশ-বৃত্তান্ত এই।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:9
10 ক্রস রেফারেন্স  

জ্যৈষ্ঠা কন্যা একটি পুত্র সন্তান প্রসব করে তার নাম রাখল মোয়াব। সে-ই হল বর্তমান মোয়াবী উপজাতির আদিপুরুষ।


যাকোব আগেই ইদোম প্রদেশের সেয়ীর অঞ্চলে তাঁর বড় ভাই এষৌর কাছে দূত পাঠিয়ে দিলেন। তিনি তাদের নির্দেশ দিলেন,


সেই জন্যই এষৌ সেয়ীরের পার্বত্য অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করলেন। এষৌ-ই হলেন ইদোম।


এষৌর পুত্রদের নাম-এষৌর স্ত্রী আদার পুত্র এলিফাস, এষৌর অপর স্ত্রী বাসেমাতের পুত্র রুয়েল।


শিমিয়োন গোষ্ঠীর আরও পাঁচশো লোক ইশির পুত্র পেলটিয়া, নেয়ারিয়াহ্‌, রাফাইয়াহ এবং উৎসিয়েলের নেতৃত্বে পূর্বদিকে ইদোমে অভিযান করল।


তোমরা গিয়ে আমার অগ্রজ এষৌকে বলবে, হুজুর, আপনার দাস যাকোব এই কথা বলে পাঠিয়েছেন: আমি এতদিন লাবণের কাছেই ছিলাম।


এঁরা সকলেই ইদোম দেশের অধিকৃত অঞ্চলে নিজেদের এলাকায় কুলপতি ছিলেন। ইদোমীদের আদি পুরুষ হলেন এষৌ।


তাদের সঙ্গে বিবাদ করো না, কারণ তাদের দেশের কোন অংশ, এমন কি পাদ পরিমিত ভূমিও আমি তোমাদের দেব না। কেননা সেয়ীরের পার্বত্য অঞ্চলের স্বত্বাধিকার আমি এষৌকে দিয়েছি।


ইদোমের পাবর্ত্য অঞ্চলের অধিকার আমি দিলাম এষৌকে কিন্তু যাকোব ও তার সন্তানেরা চলে গেল মিশরে।


প্রভু পরমেশ্বর দৈববাণী দিয়ে ওবদিয়কে ইদোম সম্পর্কে এই কথা বলেছিলেনঃ প্রস্তুত হও, যুদ্ধ ঘোষণা কর। দূতের মুখে জাতিবৃন্দের কাছে প্রেরিত তাঁর এই বার্তা প্রভু পরমেশ্বর আমাকে জানালেনঃ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন