আদিপুস্তক 36:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 অহলিবামার পুত্র যিয়ুশ, যালম এবং কোরহ। এষৌর এই পুত্রেরা কনান দেশে ভূমিষ্ঠ হয়েছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; ইসের এই পুত্ররা কেনান দেশে জন্মগ্রহণ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহের জন্ম দিলেন। এরাই হল এষৌর সেই ছেলেরা, যাদের জন্ম কনান দেশে হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; ইহারা এষৌর পুত্র, কনান দেশে জন্মে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 অহলীবামার তিনটি পুত্রের নাম যিয়ূশ, যালম ও কোরহ। এষৌর এই পুত্ররা কনান দেশে জন্মেছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 এবং অহলীবামা যিয়ূশ, যালম ও কোরহকে প্রসব করে; এরা এষৌর ছেলে, কনান দেশে জন্মে। অধ্যায় দেখুন |