Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 এষৌর স্ত্রী আদার পুত্র ছিল এলিফাস ও বাসেমাতের পুত্র ছিল রুয়েল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর ইসের জন্য আদা ইলীফস ও বাসমৎ রূয়েলকে প্রসব করে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 এষৌর জন্য আদা ইলীফসের, বাসমৎ রূয়েলের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর এষৌর জন্য আদা ইলীফসকে, ও বাসমৎরূয়েলকে প্রসব করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 এষৌ এবং আদার পুত্রের নাম ইলীফস। বাসমতের পুত্রের নাম ছিল রূয়েল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আর এষৌর জন্য আদা ইলীফসকে ও বাসমৎ রুয়েলকে প্রসব করে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:4
7 ক্রস রেফারেন্স  

এষৌর বংশধর: ইলিফস, রূয়েল, যিয়ুশ, যালিম, কোরাহ্।


সেই মেয়েরা বাড়ি ফিরে এলে তাদের বাবা বললেন, আজ তোমরা এত তাড়াতাড়ি ফিরলে কি করে?


ইয়োবের তিন বন্ধু ছিলেন, তেমান নিবাসী এলিফস, শুহানিবাসী বিল্‌দদ ও নামাহ নিবাসী সোফর। এঁরা ইয়োবের দুর্দশার কথা শুনে তাঁকে দেখতে ও সান্ত্বনা দিতে এলেন।


মিদিয়োনী যিথ্রোর পুত্র হোবাব ছিলেন মোশির শ্যালক। মোশি তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আমাদের যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেই দেশে যাচ্ছি, আপনিও আমাদের সঙ্গে চলুন, আমরা আপনার সুব্যবস্থা করব। কারণ প্রভু পরমেশ্বর ইসরায়েলের কল্যাণ সাধনের প্রতিশ্রুতি দিয়েছেন।


এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় উপজাতির লোক বেরির কন্যা যিহুদিৎ ও এলোনের কন্যা বাসেমাৎকে বিবাহ করলেন।


ইশ্মায়েলের কন্যা ও নবায়োতের ভগিনী বাসেমাৎকে তিনি বিবাহ করেছিলেন।


অহলিবামার পুত্র যিয়ুশ, যালম এবং কোরহ। এষৌর এই পুত্রেরা কনান দেশে ভূমিষ্ঠ হয়েছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন