Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 যোবরের মৃত্যুর পরে তেমান দেশের হুশাম রাজা হন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 যোববের মৃত্যুর পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 যোবব যখন মারা যান, তৈমন দেশ থেকে আগত হূশম রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর যোবব মরিলে পর তৈমন দেশীয় হূশম তাঁহার পদে রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 যোববের মৃত্যুর পর হূশম রাজত্ব করলেন। হূশম ছিলেন তৈমন দেশীয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 আর যোবব মারা গেলে পর তৈমন দেশীয় হূশম তাঁর পদে রাজত্ব করেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:34
8 ক্রস রেফারেন্স  

ইদোম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন, তেমানের মানুষ কি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে? তাদের পরামর্শদাতারা কি তাদের সুপরামর্শ দিতে পারেনি? তাদের প্রজ্ঞা কি লোপ পেয়েছে?


ইয়োবের তিন বন্ধু ছিলেন, তেমান নিবাসী এলিফস, শুহানিবাসী বিল্‌দদ ও নামাহ নিবাসী সোফর। এঁরা ইয়োবের দুর্দশার কথা শুনে তাঁকে দেখতে ও সান্ত্বনা দিতে এলেন।


এষৌর বংশ সম্ভূত কুলপতিদের তালিকা: এষৌর জ্যেষ্ঠপুত্র এলিফাসের পুত্র তেমান, ওমর, সফো ও কেনাস্: কোরাহ, গয়িতাম, ও অমালেক।


এলিফাসের পুত্র: তেমান, ওমর, সফো, গয়িতাম ও কেনাস্‌।


বেলার মৃত্যুর পরে বস্‌রানিবাসী সেরহের পুত্র যোবর রাজা হলেন।


হুশামের মৃত্যুর পরে বেদাদের পুত্র হাদাদ রাজা হন। ইনি মোয়াবের প্রান্তরে মিদিয়নকে পরাস্ত করেছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল আবিৎ।


যোববের মৃত্যুর পর তেমান নিবাসী হুশম রাজা হন।


তাই আমি ঘোষণা করছি যে, ইদোমকে আমি শাস্তি দেব। সেখানকার মানুষ ও পশু নির্বিশেষে প্রত্যেককে নিধন করব। সে দেশ পরিণত হবে ধ্বংসস্তূপে। তেমান নগরী থেকে দেদান নগরী পর্যন্ত সমস্ত মানুষজন যুদ্ধে নিহত হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন