Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ইশ্মায়েলের কন্যা ও নবায়োতের ভগিনী বাসেমাৎকে তিনি বিবাহ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 এছাড়া, নবায়োতের বোনকে, অর্থাৎ ইসমাইলের বাসমৎ নাম্নী কন্যাকেও বিয়ে করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 এছাড়াও ইশ্মায়েলের মেয়ে ও নবায়োতের বোন বাসমৎ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 তদ্ভিন্ন নবায়োতের ভগিনীকে, অর্থাৎ ইশ্মায়েলের বাসমৎ নাম্নী কন্যাকে বিবাহ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 এবং ইশ্মায়েলের কন্যা বাসমৎ‌, বাসমতের বোনের নাম নবায়োত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তাছাড়াও নবায়োতের বোনকে, অর্থাৎ ইশ্মায়েলের বাসমৎ নামে মেয়েকে বিয়ে করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:3
6 ক্রস রেফারেন্স  

তাই দুই স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অব্রাহামের পুত্র ইশ্মায়েলের কাছে গিয়ে তাঁর কন্যা, মহালোৎকে বিবাহ করলেন। ইনি ছিলেন নবায়োতের বোন।


জন্মের ক্রম অনুসারে ইশ্মায়েলের সন্তানদের নাম-ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র প্রবায়োৎ, তারপর কেদার, আদ্‌বেল, মিব্‌সাম, মিস্‌মা, দুমা, মাসা, হাদাদ,


এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় উপজাতির লোক বেরির কন্যা যিহুদিৎ ও এলোনের কন্যা বাসেমাৎকে বিবাহ করলেন।


এষৌ কনানী রমণীদের পত্নীরূপে গ্রহণ করেছিলেন। হিত্তীয় এলোনের কন্যা আদা, হিব্বীয় সিবিয়োনের নাতনী ও আনার কন্যা অহলিবামা, এবং


এষৌর স্ত্রী আদার পুত্র ছিল এলিফাস ও বাসেমাতের পুত্র ছিল রুয়েল।


এষৌর পুত্রদের নাম-এষৌর স্ত্রী আদার পুত্র এলিফাস, এষৌর অপর স্ত্রী বাসেমাতের পুত্র রুয়েল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন