Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 এলিফাসের পুত্র: তেমান, ওমর, সফো, গয়িতাম ও কেনাস্‌।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 ইলীফসের পুত্র তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 ইলীফসের ছেলেরা: তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর ইলীফসের পুত্র তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ইলীফসের পাঁচটি পুত্র ছিল: তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আর ইলীফসের ছেলে তৈমন ও ওমার, সফো, গয়িতম ও কনস।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:11
7 ক্রস রেফারেন্স  

এষৌর পুত্রদের নাম-এষৌর স্ত্রী আদার পুত্র এলিফাস, এষৌর অপর স্ত্রী বাসেমাতের পুত্র রুয়েল।


এষৌর পুত্র এলিফাসের তিম্না নামে এক উপপত্নী ছিল। তার গর্ভে এলিফাসের পুত্র অমালেকের জন্ম হয়। এরা সকলেই এষৌর স্ত্রী আদার পুত্র এবং পৌত্রাদি।


ইয়োবের তিন বন্ধু ছিলেন, তেমান নিবাসী এলিফস, শুহানিবাসী বিল্‌দদ ও নামাহ নিবাসী সোফর। এঁরা ইয়োবের দুর্দশার কথা শুনে তাঁকে দেখতে ও সান্ত্বনা দিতে এলেন।


ইদোম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন, তেমানের মানুষ কি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে? তাদের পরামর্শদাতারা কি তাদের সুপরামর্শ দিতে পারেনি? তাদের প্রজ্ঞা কি লোপ পেয়েছে?


হে তেমান, তোমার বীরপুরুষেরা সেদিন হবে আতঙ্কে বিহ্বল, নিহত হবে ইদোমের সমস্ত লোক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন