Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 34:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হিব্বীয় উপজাতির আঞ্চলিক অধিপতি হামোরের পুত্র শেখেম তাকে দেখতে পেয়ে হরণ করে নিয়ে গেল এবং তাকে শয্যাসঙ্গিনী করে তার মর্যাদাহানি করল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর হিব্বীয় হমোর নামক দেশাধিপতির পুত্র শিখিম তাকে দেখতে পেল এবং তাকে অপহরণ করে, তার সঙ্গে শয়ন করে তার ইজ্জত নষ্ট করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 সেই অঞ্চলের শাসনকর্তা হিব্বীয় হমোরের ছেলে শিখিম যখন তাকে দেখতে পেল, তখন সে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর হিব্বীয় হমোর নামক দেশাধিপতির পুত্র শিখিম তাহাকে দেখিতে পাইল, এবং তাহাকে হরণ করিয়া তাহার সহিত শয়ন করিল, তাহাকে ভ্রষ্ট করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হমোর ছিলেন সেই দেশের রাজা, তাঁর পুত্র শিখিম দীণাকে দেখতে পেলেন। শিখিম দীণাকে ধরে নিয়ে গিয়ে বলাৎ‌‌কার করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর হিব্বীয় হমোর যিনি সেই দেশের রাজা ছিলেন তার ছেলে শিখিম তাকে দেখতে পেল এবং তাকে ধরে নিয়ে তার সঙ্গে শয়ন করল, তাঁকে ভ্রষ্ট করল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 34:2
23 ক্রস রেফারেন্স  

আমার মন যদি পরনারীতে আসক্ত হয়ে থাকে আমি যদি প্রতিবেশীর দরজায় ওৎ পেতে থাকি,


কিন্তু আমি তোমাদের বলছি, কোন নারীর দিকে কেউ যদি কুদৃষ্টি দেয় তাহলে সে তখনই মনে মনে তার সঙ্গে ব্যভিচার করে।


সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।


আমি প্রতিজ্ঞা করেছি, আমার এ দুটি চোখ লালসার দৃষ্টিতে তাকাবে না।


শিমশোন একদিন তিম্‌নাতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি ফিলিস্তিনী তরুণীকে দেখেন।


একদিন বিকেলে দাউদ ঘুম থেকে উঠে রাজপ্রাসাদের ছাদে বেড়াচ্ছিলেন। সেখান থেকে দেখতে পেলেন এক অপরূপা সুন্দরী নারী স্নান করছে।


তাহলে সেই ব্যক্তি ঐ যুবতীর পিতাকে পঞ্চাশ শেকেল পরিমাণ রূপো দেবে এবং ঐ যুবতীর মর্যাদাহানি করেছে বলে সে তাকে পত্নীরূপে গ্রহণ করবে। সেই ব্যক্তি কোনদিন তাকে ত্যাগ করতে পারবে না।


তাহলে তোমরা দুজনকেই নগরদ্বারে এনে পাথর মেরে বধ করবে। সেই যুবতীকে বধ করবে এই জন্য যে সে নগরের মধ্যে থেকেও সাহায্যের জন্য চীৎকার করে নি। সেই পুরুষকে বধ করবে কারণ সে তার প্রতিবেশীর বাগদত্তাকে মর্যাদাভ্রষ্ট করেছে। এই ভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।


কিন্তু পরে ঐ নারীর প্রতি তার যদি প্রীতি না থাকে তবে সে তাকে তার যেখানে ইচ্ছা সেখানে যেতে দেবে, কিন্তু তাকে বিক্রয় করতে পারবে না কিম্বা তাকে ক্রীতদাসীর মত ব্যবহার করতে পারবে না, কারণ সে তার মর্যাদা হরণ করেছে।


তিনি যেখানে শিবির স্থাপন করেছিলেন সেই জায়গাটুকু তিনি শেখেমের পিতা হামোরের বংশধরদের কাছ থেকে একশো রৌপ্যমুদ্রার বিনিময়ে কিনে নিলেন।


গেরার অঞ্চলে প্রবাসকালে অব্রাহাম তাঁর স্ত্রী সারার পরিচয় দিলেন নিজের বোন বলে। তাই গেরারের রাজা অবিমেলক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে নিয়ে গেলেন।


দিব্যপুরুষেরা মানব-কন্যাদের সুন্দরী দেখে পছন্দমত তাদের বিবাহ করতে লাগল।


দীনার প্রতি আসক্ত হয়ে সে তাকে ভালবেসে তার মন জয় করার চেষ্টা করল।


যাকোব তখন শিমিয়োন ও লেবিকে বললেন, তোমরা এই দেশের অধিবাসী কনানী ও পরিষী জাতির লোকের কাছে আমাকে ঘৃণ্য করে তুলেছ এবং আমাকে বিপদে ফেলেছ। আমার লোকজন অল্প, এরা যদি জোট বেঁধে আমাকে আক্রমণ করে তাহলে আমি সপরিবারে ধ্বংস হয়ে যাব।


এবেদের পুত্র গায়াল বলল, অবিমেলেক কে? সে কি শেখেমের লোক যে আমরা তার কর্তৃত্ব মেনে নেব? অবিমেলেক কি গিদিয়োনের পুত্র নয়? সবুল কি তার সেনাপতি নয়? আমরা তার কর্তৃত্ব কেন মেনে নেব? তোমরা বরং শেখেমের কুলপতি হামোরের বংশের লোকদের অধীনতা স্বীকার কর।


যাকোবের অন্যান্য পুত্রেরা তখন তাদের বোনের মর্যাদাহানির প্রতিশোধ নেওয়ার জন্য নিহতদের মাড়িয়ে গিয়ে নগর লুঠ করল।


ইসরায়েলীরা সেই হিব্বীয় লোকদের বলল, তোমরা মনে হয় আমাদের কাছাকাছিই বাস কর, তাহলে তোমাদের সঙ্গে আমাদের সন্ধির কি দরকার?


তিনি লোক পাঠিয়ে তাকে আনালেন। সে তাঁর কাছে এলে তিনি তাঁকে শয্যাসঙ্গিনী করলেন। সেই সময় সে ঋতুস্নান করে শুচি হয়েছিল। এরপর সে বাড়ি ফিরে গেল।


কিন্তু সে তামরের কথা শুনল না। তার গাযের জোর বেশি তাই সে জোর করে তার সতীত্ব নাশ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন