| আদিপুস্তক 34:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 আপনাদের জন্য এই দেশ অবারিত, এখানে আপনারা স্বাধীন ভাবে বসবাস করুন, ব্যবসাবাণিজ্য করুন এবং ভূ-সম্পত্তিও অর্জন করুন।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আর আমাদের সঙ্গে বাস করো; এই দেশ তোমাদের সম্মুখেই রইলো, তোমরা এখানে বসতি ও বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ10 আমাদের মধ্যে আপনারা স্থায়ীভাবে বসবাস করতে পারেন; দেশটি আপনাদের কাছে খোলা পড়ে আছে। এখানে বসবাস করুন, এখানে ব্যবসাবাণিজ্য করুন, এবং এখানে বিষয়সম্পত্তি অর্জন করুন।”অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)10 আর আমাদের সহিত বাস কর; এই দেশ তোমাদের সম্মুখে রহিল, তোমরা এখানে বসতি ও বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল10 তোমরা আমাদের সঙ্গে এই একই দেশে থাকতে পারবে। তোমরা এখানকার জমির মালিক হবে ও ব্যবসা করতে পারবে।”অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 এই দেশ তোমাদের সামনে থাকল, তোমরা এখানে বসবাস ও ব্যবসা-বাণিজ্য কর, এখানে অধিকার গ্রহণ কর।”অধ্যায় দেখুন |