Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 33:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 তারপর তিনি তাদের ছেড়ে এগিয়ে গেলেন এবং মাটিতে সাতবার প্রণিপাত করতে করতে তাঁর ভাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পরে তিনি নিজে সকলের আগে গিয়ে সাতবার ভূমিতে উবুড় হয়ে সালাম করতে করতে তাঁর ভাইয়ের কাছে উপস্থিত হলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 তিনি স্বয়ং সবার আগে এগিয়ে গেলেন এবং তাঁর দাদার কাছাকাছি পৌঁছে সাতবার মাটিতে মাথা ঠেকিয়ে অভিবাদন জানালেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 পরে আপনি সকলের অগ্রে গিয়া সাত বার ভূমিতে প্রণিপাত করিতে করিতে আপন ভ্রাতার নিকটে উপস্থিত হইলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 যাকোব নিজে এষৌর দিকে এগিয়ে গেল। এর ফলে এষৌর সাথেই প্রথমে তার সাক্ষাৎ হল। যাকোব তার ভাইয়ের দিকে হেঁটে যাবার সময় সাতবার আভূমি প্রণত হল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 পরে নিজে সবার আগে গিয়ে সাত বার ভূমিতে নত হতে হতে নিজের ভাইয়ের কাছে উপস্থিত হলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 33:3
12 ক্রস রেফারেন্স  

যোষেফ তখন দেশের শাসনকর্তা এবং তিনি নিজেই দেশের লোকের কাছে শস্য বিক্রি করতেন। যোষেফের ভাইয়েরা তাঁর সম্মুখে এসে আভূমি নত হয়ে প্রণাম করল।


এক সময় তিনি চোখ তুলে তাকিয়ে দেখলেন, তিনজন পুরুষ সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের দেখামাত্র অব্রাহাম তাঁদের অভ্যর্থনা করার জন্য তাঁবুর দরজা ছেড়ে ছুটে গেলেন এবং মাটিতে প্রণিপাত করে বললেন,


যোষেফ বাড়িতে এলে তারা তাদের উপহারসামগ্রী বাড়ীর মধ্যে তাঁর কাছে নিয়ে এল এবং আভূমি নত হয়ে প্রণাম করল।


যারা নিজেদের উচ্চ সম্মানে ভূষিত করে, তাদের অবনত করা হবে এবং যারা নিজেদের নত করে রাখে, তাদের উচ্চ সম্মানে ভূষিত করা হবে।


তাদের সকলকে বাইরে নিয়ে যাবার সময় সে চলে আগে আগে আর মেষপাল তার অনুসরণ করে। কারণ তারা তার কন্ঠ স্বর চেনে।


যদি তোমার ঊর্ধ্বতন কর্তা কোনও কারণে ক্রুদ্ধ হন তোমার উপর, তাহলে পদত্যাগ করো না, বরং নতিস্বীকার করলে অনেক গুরুতর ত্রুটিও ক্ষমা করা হয়।


তাহলে বৎস, এক কাজ কর, নিজেকে উদ্ধার করতে পারবে। শোন,তুমি তোমার বন্ধুর করায়ত্ত হয়ে পড়েছ, তাই দেরী না করে তার কাছে যাও তাকে সমানে অনুরোধ করতে থাক,


ভোগসপুখে পরিতৃপ্তের দল অন্নের জন্য হল মজুর আর যারা ছিল বুভুক্ষু তারা পেল ক্ষুধার শান্তি বন্ধ্যা হল সপ্তপুত্রের জননী বহুপুত্রবতী হল রিক্তা।


ঐ দুই দাসী ও তাদের ছেলেদের তিনি সামনের সারিতে, তার পরে লেয়া ও তাঁর ছেলেদের এবং সকলের পিছনে রাহেল ও যোষেফকে দাঁড় করিয়ে দিলেন।


যোষেফ তখন তাদের ইসরায়েলের কোল থেকে নামিয়ে দিলেন এবং মাটিতে নত হয়ে প্রণিপাত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন