Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 32:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 কিন্তু যাকোব বললেন, আমাকে যতক্ষণ না আশীর্বাদ করছেন ততক্ষণ আপনাকে ছাড়ছি না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 পরে সেই পুরুষ বললেন, আমাকে ছাড়, কেননা প্রভাত হয়ে আসছে। ইয়াকুব বললেন, আপনি আমাকে দোয়া না করলে আপনাকে ছাড়বো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 পরে সেই লোকটি বললেন, “আমাকে যেতে দাও, কারণ ভোর হয়ে আসছে।” কিন্তু যাকোব উত্তর দিলেন, “যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আশীর্বাদ করছেন, আমি আপনাকে যেতে দেব না।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 পরে সেই পুরুষ কহিলেন, আমাকে ছাড়, কেননা প্রভাত হইল। যাকোব কহিলেন, আপনি আমাকে আশীর্ব্বাদ না করিলে আপনাকে ছাড়িব না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 তারপর সেই পুরুষটি যাকোবকে বললেন, “আমায় যেতে দাও, সূর্য্য উঠছে।” কিন্তু যাকোব বলল, “আপনি আমাকে আশীর্বাদ না করলে আমি আপনাকে যেতে দেব না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 পরে সেই পুরুষ বললেন, “আমাকে ছাড়, কারণ ভোর হল।” যাকোব বললেন, “আপনি আমাকে আশীর্বাদ না করলে আপনাকে ছাড়ব না।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 32:26
19 ক্রস রেফারেন্স  

স্বর্গদূতের সঙ্গে সে যুদ্ধে জয়ী হয়েছিল, তাঁর অনুগ্রহ লাভের জন্য রোদন ও বিনতি করেছিল সে। বেথেলে ঈশ্বর তাকে দেখা দিয়েছিলেন, সেখানে কথা বলেছিলেন তার সঙ্গে।


ঈশ্বর আমাদের প্রতি কৃপা করুন, আশীর্বাদ করুন আমাদের, প্রসন্ন হোক তাঁর শ্রীমুখ আমাদের প্রতি। সেলা


যাবেশ ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন, “হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ কর। আমাকে অনেক ভূসম্পত্তি দাও। আমার সঙ্গে থাক এবং আমাকে সর্বপ্রকার অমঙ্গল থেকে রক্ষা কর যাতে সে সব আমায় স্পর্শ করতে না পারে।” ঈশ্বর তাঁর প্রার্থনা পূরণ করেছিলেন।


এগিয়ে যাই আমি তাদের ছেড়ে, দেখা পেলাম তার, সে যে চিরবাঞ্ছিত দয়িত আমার। আকুল আবেগে আলিঙ্গনে বাঁধি ফিরালাম তারে, নিয়ে এলাম নিভৃত গোপন অন্তঃপুরের একান্ত নিরালায়।


কিন্তু যিনি আমাদের ভালবেসেছেন, তাঁরই শক্তিতে আমরা এসব কিছুর উপর চূড়ান্ত জয়লাভ করেছি।


সুতরাং তুমি বাধা দিও না, ওদের বিরুদ্ধে আমার ক্রোধ এখন প্রজ্বলিত হবে, ওদের আমি ধ্বংস করব, কিন্তু তোমাকে ভিত্তি করে আমি উৎপন্ন করব মহান এক জাতি।


ইহজীবনের দিনগুলিতে খ্রীষ্ট হাহাকার ও চোখের জলে প্রার্থনা ও বিনতি নিবেদন করেছেন ঈশ্বরের কাছে, যিনি তাঁকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে সমর্থ। তাঁর শ্রদ্ধাভক্তির জন্যই ঈশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করেছিলেন।


অতএব প্রিয় বন্ধুগণ, তোমরা দৃঢ়প্রতিষ্ঠ হও, অবিচল থাক, প্রভুর কাজে সর্বদা তৎপর হও। তোমরা একথা জান যে প্রভুর জন্য তোমাদের পরিশ্রম কখনও নিষ্ফল হবে না।


কেউ প্রার্থনা করে না তোমার কাছে, তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকার আগ্রহ কারো নেই। আমাদের পাপের জন্য আমাদের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছ, রেখে দিয়েছ আমাদের পাপের কবলে।


ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর, যিনি ভাবী দিনের রূপকার, বলেন সেই প্রভু পরমেশ্বর, আমার সন্তানদের সম্পর্কে প্রশ্ন করার নেই তোমার কোন অধিকার, অথবা আমার করণীয় কি, সে বিষয়ে বুদ্ধি দেবার নেই তোমার কোন অধিকার।


সমুন্নত মস্তক তোমার যেন উচ্চশীর্ষ কার্মেল পর্বত, সুচিক্কণ কেশরাশি গুচ্ছ গুচ্ছ রেশম সম্ভার! রাজাও বাঁধা পড়ে ঐ রূপের মাধুরীতে।


তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।


ফলে যাকোবের ঊরুফলক স্থানচ্যুত হল। তখন তিনি বললেন, রাত শেষ হয়ে এল, এবার আমাকে ছেড়ে দাও।


সেই ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি বললেন, যাকোব। সেই ব্যক্তি বললেন, তোমার নাম আর যাকোব থাকবে না,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন