Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 30:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তার সঙ্গে যাকোবের বিবাহের পর বিল্‌হা একটি পুত্র সন্তানের জননী হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তখন ইয়াকুব তার কাছে গমন করলেন, আর বিল্‌হা গর্ভবতী হয়ে ইয়াকুবের জন্য পুত্র প্রসব করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 এবং সে গর্ভবতী হল ও তাঁর জন্য এক পুত্রসন্তানের জন্ম দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তখন যাকোব তাহার কাছে গমন করিলেন, আর বিল্‌হা গর্ভবতী হইয়া যাকোবের জন্য পুত্র প্রসব করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 বিল্হা গর্ভবতী হয়ে যাকোবের জন্য এক পুত্রের জন্ম দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তখন যাকোব তার কাছে গেলেন, আর বিলহা গর্ভবতী হয়ে যাকোবের জন্য ছেলের জন্ম দিল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 30:5
11 ক্রস রেফারেন্স  

তিনি অব্রাহামের সঙ্গে তাঁর সম্বন্ধের স্মারক হিসাবে সুন্নত সংস্কারের বিধান দিলেন। অব্রাহামের পুত্র ইস্‌হাকের জন্মের পর অষ্টম দিনে, বিধান অনুযায়ী তাঁর সুন্নত করা হল। ইস্‌হাকের পুত্র হলেন যাকোব । ইনিই ইসরায়েলীদের বারো জন কুলপতির পিতা।


এই কথা বলে তিনি তার দাসী বিল্‌হার সঙ্গে যাকোবের বিবাহ দিলেন।


রাহেল তখন বললেন, ঈশ্বর আমার প্রতি সুবিচার করেছেন। তিনি আমার কাতরোক্তি শুনে আমাকে একটি পুত্র সন্তান দিয়েছেন। এই জন্য তিনি ছেলেটির নাম রাখলেন দান (বিচার)।


রাহেলের দাসী বিল্‌হার সন্তানঃ দান ও নপ্তালি।


লাবণ তাঁর কন্যা রাহেলকে এই দাসীটি দিয়েছিলেন। যাকোবের এই পুত্রেরা সংখ্যায় মোট সাত জন।


যাকোব তাঁকে বললেন, আমি কি ভাবে আপনার কাজকর্ম করেছি, আমার হাতে আপনার পশুধনের সমৃদ্ধি কেমন হয়েছে সে কথা আপনি জানেন।


সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


যারা তোমাদের সহকারী হবে তাদের নাম এই: বংশ গোষ্ঠীপতি রূবেণ শদেয়ুরের পুত্র ইলীষূর শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল যিহূদা অম্মীনাদবর পুত্র নহশোন ইষাখর সূয়ারের পুত্র নথনেল সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব যোষেফের পুত্রদ্বয় ইফ্রয়িম অম্মীহূদের পুত্র ইলীশামা মনঃশি পদাহসূরের পুত্র গমলীয়েল বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান দান অম্মীশদ্দগের পুত্র অহীয়েষর আশের অক্রণের পুত্র পগীয়েল গাদ দ্যুয়েলের পুত্র ইলীয়াসফ নপ্তালি ঐননের পুত্র অহীর


যাকোবের পুত্রসন্তানদের তালিকা: রূবেণ, শিমিয়োন, লেবী, যিহুদা, ইষাখর, সবুলুন,


অব্রাহামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র যাকোব , যাকোবের পুত্র যিহুদা ও তাঁর ভাইয়েরা;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন