Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 30:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 লাবণ বললেন, বেশ, তুমি যা বললে তা-ই হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 তখন লাবন বললেন, দেখ, তোমার কথা অনুসারেই হোক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 “আমি রাজি,” লাবন বললেন। “তোমার কথামতোই তা হোক।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 তখন লাবন কহিলেন, দেখ, তোমার বাক্যানুসারেই হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 লাবন বললেন, “এতে আমার সম্মতি রয়েছে। তুমি যা চাইলে আমরা সেই মত করব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 তখন লাবন বললেন, “দেখ, তোমার বাক্যানুসারেই হোক।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 30:34
6 ক্রস রেফারেন্স  

সুন্নত নিয়ে যারা অশান্তি সৃষ্টি করে তারা বরং নিজেদের নপুংসক করে ফেলুক।


তোমরা যদি সকলে দুর্বোধ্য ভাষায় কথা বলতে পার তাহলে আমি খুশীই হব কিন্তু আরও বেশি খুশি হব যদি তোমরা নবীর মত কথা বলতে পার। কারণ যে দুর্বোধ্য ভাষায় কথা বলে সে যদি মণ্ডলীর উপকারের জন্য তার অর্থ ব্যাখ্যা না করতে পারে তাহলে তার চেয়ে যে ব্যক্তি নবীর মত কথা বলে, সে-ই শ্রেয়।


আমি চাই সকলেই যেন আমার মত হয়, কিন্তু প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে বিশেষ বর লাভ করেছে, একজন এক ধরণের, অন্য জন অন্য ধরণের।


বিলিয়ম বললেন, তুমি আমাকে নিয়ে মজা করছ, আমার হাতে তরবারি থাকলে এখনই তোমাকে কেটে ফেলতাম।


সেগুলিই হবে আমার মজুরী। এর পর আপনি যখন আমার মজুরী যাচাই করতে আসবেন তখন আমার কোন অসাধুতা থাকলে তা ধরা পড়বে। আমার ছাগপালের মধ্যে যেগুলির গায়ে ফুটকি বা রঙবেরঙের দাগ থাকবে না এবং মেষ পালের মধ্যে যেগুলি কালো হবে না সেগুলি চুরি করা সম্পত্তি বলে গণ্য হবে।


কিন্তু লাবণ সেইদিনই তাঁর মেষ ও ছাগপালের মধ্যে যেগুলির গায়ে ফুটকি ও রঙবেরঙের দাগ ছিল এবং যেগুলির গায়ে সাদা ছোপ ছিল সেই ছাগী ও কালো রঙের সব মেষগুলিকে পৃথক করে তাঁর পুত্রদের হাতে দিলেন


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন