Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 30:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তিনি বললেন, ঈশ্বর আমাকে উৎকৃষ্ট উপহার দিয়েছেন। এবার থেকে আমার স্বামী আমাকে আদর ও সম্মান করবেন কারণ আমি তাঁর ছয়টি পুত্রের জননী হয়েছি। এই জন্য তিনি ছেলেটির নাম রাখলেন সবুলুন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 তখন লেয়া বললেন, আল্লাহ্‌ আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সঙ্গে বাস করবেন, কেননা আমি তাঁর জন্য ছয়টি পুত্র প্রসব করেছি; আর তিনি তার নাম সবূলূন (বাস) রাখলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 পরে লেয়া বললেন, “ঈশ্বর আমাকে এক মূল্যবান উপহার দিয়েছেন। এবার আমার স্বামী আমাকে সম্মান দেবেন, কারণ আমি তাঁর জন্য ছয় ছেলের জন্ম দিয়েছি।” অতএব তিনি তাঁর নাম রাখলেন সবূলূন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 তখন লেয়া কহিলেন, ঈশ্বর আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী আমার সহিত বাস করিবেন, কেননা আমি তাঁহার জন্য ছয় পুত্র প্রসব করিয়াছি; আর তিনি তাহার নাম সবূলূন [বাস] রাখিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 লেয়া বললেন, “ঈশ্বর আমাকে অপূর্ব উপহার দিলেন। এখন নিশ্চয়ই যাকোব আমাকে গ্রহণ করবেন কারণ আমি তাঁকে দুটি পুত্র দিয়েছি।” তাই লেয়া সেই পুত্রের নাম সবূলূন রাখলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 তখন লেয়া বললেন, “ঈশ্বর আমাকে উত্তম উপহার দিলেন, এখন আমার স্বামী আমার সঙ্গে বাস করবেন, কারণ আমি তাঁর জন্য ছয় ছেলের জন্ম দিয়েছি;” আর তিনি তার নাম সবূলূন [বাস] রাখলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 30:20
15 ক্রস রেফারেন্স  

নাজারেথ ছেড়ে এসে তিনি কফরনাহুম শহরে বসবাস করতে লাগলেন। এই শহরটি ছিল গালীল হ্রদের উপকূলে সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর এলাকায়:


সবুলুনের বসতি হবে সমুদ্র উপকূলে, তার বেলাভূমি হবে সাগরগামী জাহাজের বন্দর, সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা।


যাকোবের বারোটি পুত্র ছিল। লেয়ার সন্তানঃ যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, শিমিয়োন, লেবি, যিহুদা ইষাখর ও সবুলুন।


সর্বকনিষ্ঠ বিন্যামীন গোষ্ঠী ছিল সর্বাগ্রে, তারপরে যিহুদা গোষ্ঠীর প্রধানেরা ও তাদের গোষ্ঠীভুক্ত সকলে, সবশেষে ছিল সবুলুন ও নপ্তালীকুলের নেতৃবৃন্দ।


ইফ্রয়িমের সৈন্যদল সমবেত হল উপত্যকায় বিন্যামীন গোষ্ঠী করল তাদের অনুসরণ। মাখির গোষ্ঠী থেকে এলেন সেনানায়কেরা, সবুলুন গোষ্ঠী থেকে এল পতাকাবাহীরা।


বারাক নপ্তালী ও সবুলুন গোষ্ঠীর লোকজনকে ডেকে একত্র করলেন। তাদের মধ্যে দশ হাজার লোক তাঁর নেতৃত্বে অভিযান করল। দেবোরাও তাঁর সঙ্গে গেলেন।


ইষাখরের পুত্র: তোলা, পুয়া, ইয়ো ও শিম্রোণ। সবুলুনের পুত্র সেরেদ, এলোন ও যাহলেল।


লেয়া বললেন, তুমি আমার স্বামী কেড়ে নিয়েছ, সেটা কি সামান্য ব্যাপার? এখন আমার ছেলের আনা কন্দও কেড়ে নিতে চাও নাকি? রাহেল বললেন, বেশ তোমার ছেলের কন্দের বদলে তিনি আজ রাতে তোমার কাছে থাকবেন। সন্ধ্যা বেলায় যাকোব মাঠ থেকে ফিরে এলে লেয়া বাইরে গিয়ে তাঁকে বললেন,


এরপর তৃতীয় বার তিনি আর একটি পুত্রের জন্ম দিলেন এবং বললেন, এবার আমার স্বামী আমার প্রতি আসক্ত হবেন, কারণ আমি তাঁর তিনটি পুত্রের জননী হয়েছি। তাই তার নাম রাখা হল লেবি (আসক্ত)।


এর পর লেয়া আবার যাকোবের ষষ্ঠ পুত্রের জননী হলেন।


এরপরে তাঁর একটি কন্যা হল, আর তিনি তার নাম রাখলেন দীনা। ঈশ্বর তখন রাহেলের প্রতি কৃপাপরবশ হলেন।


কন্যাপণ ও যৌতুক আপনারা যত বেশীই ধার্য করুন না কেন, আপনারা যা চাইবেন আমি তাই দেব। আমার সঙ্গে ঐ কন্যার বিবাহ দিতেই হবে।


যদি মেয়েটির বাবা সেই লোকের সঙ্গে মেয়ের বিবাহ দিতে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কন্যাপণের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণস্বরূপ দেবে।


শৌল তাদের বললেন, তোমরা দাউদকে বল যে মহারাজ কোন পণ চান না, শুধু মহারাজের শত্রুদের উপর প্রতিশোধস্বরূপ একশো জন ফিলিস্তিনীর লিঙ্গাগ্রত্বক দিলেই হবে। শৌলের উদ্দেশ্য ছিল এইভাবেই ফিলিস্তিনীদের হাতে দাউদের মৃত্যু ঘটাবে।


আর রূবেণ, গাদ, আশের, সবুলুন, দান ও নফ্‌তালি গোষ্ঠীর প্রধানেরা গিয়ে দাঁড়াবে এবল পাহাড়ে। যেখান থেকে তারা বিধানে বর্ণিত অভিসম্পাতের কথা ঘোষণা করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন