Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 3:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 নারীকে তিনি বললেন, আমি তোমার গর্ভযন্ত্রণা অতিশয় বৃদ্ধি করব, বেদনার্ত হয়ে তুমি সন্তান প্রসব করবে। স্বামীর প্রতি থাকবে তোমার আসক্তি এবং সে তোমার উপরে করবে কর্তৃত্ব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 পরে তিনি নারীকে বললেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করবো, তুমি বেদনাতে সন্তান প্রসব করবে। স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে এবং সে তোমার উপরে কর্তৃত্ব করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 সদাপ্রভু ঈশ্বর নারীকে বললেন, “আমি তোমার সন্তান প্রসবের ব্যথা খুব বাড়িয়ে দেব; প্রচণ্ড প্রসববেদনা সহ্য করে তুমি সন্তানের জন্ম দেবে। তোমার স্বামীর প্রতি তোমার আকুল বাসনা থাকবে, আর সে তোমার উপর কর্তৃত্ব করবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 পরে তিনি নারীকে কহিলেন, আমি তোমার গর্ভবেদনা অতিশয় বৃদ্ধি করিব, তুমি বেদনাতে সন্তান প্রসব করিবে; এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকিবে; ও সে তোমার উপরে কর্ত্তৃত্ব করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 তারপর প্রভু ঈশ্বর নারীকে বললেন, “তুমি যখন গর্ভবতী হবে, আমি সেই দশাটাকে দুঃসহ করে তুলব, তুমি অসহ্য ব্যথায় সন্তানের জন্ম দেবে। তুমি তোমার স্বামীকে আকুলভাবে কামনা করবে কিন্তু সে তোমার উপরে কর্তৃত্ত্ব করবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 পরে তিনি নারীকে বললেন, “আমি তোমার গর্ভ বেদনা খুবই বাড়িয়ে দেব, তুমি কষ্টে সন্তান প্রসব করবে এবং স্বামীর প্রতি তোমার বাসনা থাকবে ও সে তোমার উপরে কর্তৃত্ব করবে।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 3:16
30 ক্রস রেফারেন্স  

ধীরস্থির, দয়াবতী, সতী হবে, সুগৃহিণী আর পতিগতপ্রাণা হবে, যেন কেউ ঈশ্বরের সুসমাচারেরর নিন্দা করতে না পারে।


গৃহিণীরা, তোমরা পতিব্রতা হও। এ-ই তোমাদের খ্রীষ্টীয় কর্তব্য। তোমরা স্বামীর অনুগত হও।


আমি তোমাদের বোঝাতে চাই যে খ্রীষ্ট যেমন প্রত্যেক পুরুষের মস্তকস্বরূপপ তেমনি স্ত্রীর মস্তকস্বরূপ স্বামী এবং তেমনি আবার খ্রীষ্টের মস্তকস্বরূপ ঈশ্বর।


তাহলেও যদি শোভনভাবে বিশ্বাস, ভ্রাতৃপ্রেম এবং শুদ্ধতা বজায় রেখে মেয়েরা চলে তাহলে জননী হওয়ার মধ্যেই তাদের পরিত্রাণ।


অন্যান্য খ্রীষ্টীয় মণ্ডলীর মত তোমাদের মণ্ডলীতেও মহিলারা নীরব থাকুক। কথা বলার অনুমতি তাদের নেই, বিধান শাস্ত্রের নির্দেশ অনুযায়ী তারা অনুগত হয়ে থাকুক।


নিজের দেহের উপর স্ত্রীর অধিকার নেই, কিন্তু স্বামীর আছে, ঠিক তেমনি স্বামীরও নিজের দেহের উপর অধিকার নেই, কিন্তু স্ত্রীর আছে।


সন্তান প্রসবের সময় নারী বেদনায় আর্ত হয় কিন্তু সন্তান বূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সে ভুলে যায় তার যন্ত্রণা, একটি শিশুর আগমন হয়েছে এই জগতে-এই আনন্দই তাকে করে উদ্বেল।


রক্তবর্ণ কেন তোমার মুখ? সদাচরণ কর, তাহলে তুমিও গ্রাহ্য হবে। যদি সদাচরণ না কর তাহলে পাপ তোমাকে গ্রাস করবে। তোমার দ্বারে সে ওৎ পেতে রয়েছে, কিন্তু তাকে তোমার বশে আনতে হবে।


জেরুশালেমের লোকেরা বলে, আমরা এ খবর শুনেছি। আমাদের হাত অবশ হয়ে গেছে। প্রসব-বেদনাতুরা নারীর মত আমরা আড়ষ্ট হয়ে গেছি মর্মযন্ত্রণা ও ব্যথায়।


স্ত্রীর যে কোন মানত বা কৃচ্ছ্রসাধনের শপথ অনুমোদন বা বাতিল করার অধিকার তার স্বামীর আছে।


লোকে যখন বলবে, ‘শান্তিতে নিরাপদে আছি’ তখনই নারীর প্রসব-বেদনার মত অকস্মাৎ তাদের উপরে বিপর্যয় নেমে আসবে, নিষ্কৃতির কোন উপায় থাকবে না।


আপনার এই রাজাজ্ঞা সমগ্র রাজ্যে ঘোষিত হলে ধনী বা দরিদ্র প্রত্যেক স্ত্রী তাদের স্বামীকে যথাযথ সম্মান দেবে।


লেবানন থেকে আনা সীডারের উপরে ছিল তোমার ভরসা, কিন্তু যখন তুমি বেদনায় আতুর হয়ে ওঠ, তখন অসহায় হয়ে ওঠ তুমি, প্রসববেদনাতুরা নারীর মত তোমার এ যন্ত্রণা।


যাদের তুমি বন্ধু ভেবেছিলে, তারা যখন তোমাকে পরাজিত করে তোমার উপর রাজত্ব করবে, তখন তুমি কি বলবে? প্রসব বেদনাতুরা নারীর মত তুমি যন্ত্রণা ভোগ করবে।


এই দিব্যদর্শন আমি যা দেখলাম ও শুনলাম, তাতে ভয়াবহ সন্ত্রাস আমাকে ঘিরে ধরেছে, প্রসববেদনার মত দারুন যন্ত্রণায় আমি কাতর।


তারা প্রসববেদনায় জর্জরিত নারীর মত আতঙ্কে ও যন্ত্রণায় জর্জরিত হবে। ভয়াতুর দৃষ্টিতে তারা পরস্পরের দিকে চেয়ে থাকবে, লজ্জায় কালো হয়ে যাবে তাদের মুখ।


দামাস্কাসের মানুষ বড় দুর্বল, সন্ত্রস্ত হয়ে তারা পলায়ন করেছে। প্রসববেদনাতুরা নারীর মত তারা যন্ত্রণাকাতর।


আমি শুনলাম প্রসবকাতরা নারীর ক্রন্দন, দুঃসহ ব্যথায় আতুর এক রমণীর আর্ত চীৎকার, যে তার সন্তানকে পৃথিবীর আলোয় আনছে। এ ক্রন্দনধ্বনি জেরুশালেমের, শ্বাসরোধ হয়ে আসছে তার, দুহাত বাড়িয়ে সে বলছে, ‘আমি শেষ হয়ে গেলাম! ওরা আসছে আমাকে হত্যা করতে।’


দুঃখ-যন্ত্রণাময় এই জীবনের পর তিনি আবার লাভ করবেন আনন্দ, দেখবেন, সার্থক হয়েছে তাঁর এ যন্ত্রণাভোগ। আমার একনিষ্ঠ দাস, যাঁর প্রতি আমি পরম প্রীত তিনি বহুমানবের পাপের বোঝা তুলে নেবেন নিজের কাঁধে, তাঁরই মুখ চেয়ে আমি ক্ষমা করব সকলকে।


এখানে এসে তারা হল ভয়ে কম্পমান প্রসববেদনাতুরা রমণীর মত,


কারণ প্রথমে আদম তারপর হবা সৃষ্ট হয়েছিলেন।


যাবেশ ছিলেন তাঁর গোষ্ঠীর সবচেয়ে শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি। তাঁর মা তাঁর নাম দিয়েছিলেন ‘যাবেশ’। কারণ জন্মের সময় তাঁর মা খুব যন্ত্রণা পেয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন