Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 27:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 তাহলে আমার কি হবে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 পিতার এই কথা শুনামাত্র ইস্‌ অতিশয় ব্যাকুলচিত্তে ভীষণভাবে চিৎকার করতে লাগলেন এবং তাঁর পিতাকে বললেন, আব্বা, আমাকে, আমাকেও দোয়া করুন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 তাঁর বাবার কথা শুনে এষৌ জোর গলায় চিৎকার করে কাঁদতে শুরু করলেন এবং তাঁর বাবাকে বললেন, “বাবা, আমাকে—আমাকেও আশীর্বাদ করুন!”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 পিতার এই কথা শুনিবামাত্র এষৌ সাতিশয় ব্যাকুলচিত্তে মহাচিৎকার শব্দ করিতে লাগিলেন, এবং আপন পিতাকে কহিলেন, হে পিতঃ, আমাকে, আমাকেও আশীর্ব্বাদ করুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 এষৌ তার পিতার কথা শুনল। সে খুব ক্রুদ্ধ ও বীতশ্রদ্ধ হয়ে উঠল। সে চিৎকার করে কেঁদে উঠল। পিতাকে বলল, “তাহলে আমাকেও আশীর্বাদ করো, পিতা!”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 বাবার এই কথা শোনামাত্র এষৌ ভীষণ ব্যকুলভাবে কাঁদলেন এবং নিজের বাবাকে বললেন, “হে বাবা, আমাকে, আমাকেও আশীর্বাদ করুন।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 27:34
8 ক্রস রেফারেন্স  

তোমরা জান যে পরে তিনি অনেক অশ্রুপাত করে আশীর্বাদের দাবীদার হতে চাইলেও তাঁর আবেদন গ্রাহ্য হয়নি, কারণ তিনি হৃদয় পরিবর্তনের সুযোগ আর পাননি।


তোমাদের আচরণের প্রতিফল তোমরা পাবে, নিজেদের চক্রে নিজেরাই পড়বে।


এই দেখে দাউদ ও তাঁর সঙ্গীরা হাহাকার করতে লাগলেন। শেষে তাঁদের আর কাঁদবারও শক্তি রইল না।


মানুষ যখন নিজের নির্বুদ্ধিতায় ধ্বংসহয়, তখন সে প্রভুর উপরে দোষারোপ করে।


আমাকেও আশীর্বাদ করুন। ইস্‌হাক বললেন, তোমার ভাই এসে ছলনা করে তোমার আশীর্বাদ হরণ করে নিয়ে গেছে।


হামানের ইহুদী নিধনের চক্রান্তের কথা শুনে মর্দখয় অত্যন্ত মর্মাহত ও বিচলিত হলেন। পরণের কাপড় ছিঁড়ে ফেলে তিনি চটের কাপড় পরলেন। মাথায় ভস্ম মেখে তীব্র আর্তনাদ ও বিলাপ করতে করতে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন