Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 26:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 এই দুজন হিত্তীয় নারী ইস্‌হাক ও রেবেকার জীবন তিক্ত-বিরক্ত করে তুলেছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 এরা ইস্‌হাকের ও রেবেকার মনের দুঃখের কারণ হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 ইস্‌হাক ও রিবিকার কাছে তারা মর্মযন্ত্রণার উৎস হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 ইহারা ইস‌্হাকের ও রিবিকার মনের দুঃখদায়িকা হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 এই বিবাহ দুটিতে ইস‌্হাক এবং রিবিকা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 এরা ইসহাকের ও রিবিকার জীবনে দুঃখ দিল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 26:35
5 ক্রস রেফারেন্স  

রেবেকা তখন ইস্‌হাককে বললেন, এই হিত্তীয় মেয়েরা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। যাকোবও যদি এদের মত কোন হিত্তীয় মেয়েকে কিম্বা এখানকার কোন মেয়েকে বিয়ে করে, তা হলে আমার আর বেঁচে থেকে কি লাভ?


এ সব দেখে এষৌ বুঝতে পারলেন যে তাঁর পিতা ইস্‌হাক কনান দেশের মেয়েদের উপর সন্তুষ্ট নন।


দিব্যপুরুষেরা মানব-কন্যাদের সুন্দরী দেখে পছন্দমত তাদের বিবাহ করতে লাগল।


আর যিনি স্বর্গ মর্ত্যের ঈশ্বর, সেই প্রভু পরমেশ্বরের নামে শপথ করে আমাকে বল যে তুমি আমার পুত্রের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমার প্রতিবেশী কনানী জাতির কোন কন্যাকে গ্রহণ করবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন