Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 26:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় উপজাতির লোক বেরির কন্যা যিহুদিৎ ও এলোনের কন্যা বাসেমাৎকে বিবাহ করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর ইস্‌ চল্লিশ বছর বয়সে হিট্টিয় বেরির ইহুদীৎ নাম্নী কন্যাকে এবং হিট্টিয় এলোনের বাসমৎ নাম্নী কন্যাকে বিয়ে করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 এষৌর বয়স যখন চল্লিশ বছর, তখন তিনি হিত্তীয় বেরির মেয়ে যিহূদীৎকে, এবং হিত্তীয় এলোনের মেয়ে বাসমৎকেও বিয়ে করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর এষৌ চল্লিশ বৎসর বয়সে হিত্তীয় বেরির-যিহূদীৎ নাম্নী কন্যাকে এবং হিত্তীয় এলোনের বাসমৎ নাম্নী কন্যাকে বিবাহ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 এষৌর যখন 40 বছর বয়স হল তখন সে দুজন হিত্তীয় রমণীকে বিবাহ করল। একজন ছিল বেরির কন্যা যিহূদীত্‌। অন্যজন ছিল এলনের কন্যা বাসমৎ‌।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 আর এষৌ চল্লিশ বছর বয়সে হিত্তীয় বেরির যিহূদীৎকে এবং হিত্তীয় এলোনের মেয়ে বাসমৎকে বিয়ে করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 26:34
11 ক্রস রেফারেন্স  

এষৌ কনানী রমণীদের পত্নীরূপে গ্রহণ করেছিলেন। হিত্তীয় এলোনের কন্যা আদা, হিব্বীয় সিবিয়োনের নাতনী ও আনার কন্যা অহলিবামা, এবং


তোমরা তাদের কন্যাদের সঙ্গে তোমাদের পুত্রদের বিবাহ দেবে, আর সেই কন্যারা তাদের দেবতার পূজার নামে ব্যভিচার করে তোমাদের সন্তানদের ভ্রষ্ট করবে।


রুয়েলের পুত্র নাহাৎ, সেবাহ, শাম্মা ও মিস্যা। এরা সকলেই এষৌর স্ত্রী বাসেমাতের পৌত্রাদি।


অহলিবামার পুত্র যিয়ুশ, যালম এবং কোরহ। এষৌর এই পুত্রেরা কনান দেশে ভূমিষ্ঠ হয়েছিল।


তাই দুই স্ত্রী থাকা সত্ত্বেও তিনি অব্রাহামের পুত্র ইশ্মায়েলের কাছে গিয়ে তাঁর কন্যা, মহালোৎকে বিবাহ করলেন। ইনি ছিলেন নবায়োতের বোন।


আর যিনি স্বর্গ মর্ত্যের ঈশ্বর, সেই প্রভু পরমেশ্বরের নামে শপথ করে আমাকে বল যে তুমি আমার পুত্রের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমার প্রতিবেশী কনানী জাতির কোন কন্যাকে গ্রহণ করবে না।


তোমাদের মধ্যে কেউ যেন এষৌর মত জাগতিক মনোভাবাপন্ন ঈশ্বরবিহীন না হয়। কারণ তিনি মাত্র একবেলার খাওয়ার বিনিময়ে নিজের জ্যেষ্ঠাধিকার বিক্রয় করে দিয়েছিলেন।


কিন্তু ব্যভিচারে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকায় প্রত্যেক পুরুষের স্ত্রী এবং প্রত্যেক নারীর স্বামী থাকা উচিত।


রেবেকা তখন ইস্‌হাককে বললেন, এই হিত্তীয় মেয়েরা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। যাকোবও যদি এদের মত কোন হিত্তীয় মেয়েকে কিম্বা এখানকার কোন মেয়েকে বিয়ে করে, তা হলে আমার আর বেঁচে থেকে কি লাভ?


এ সব দেখে এষৌ বুঝতে পারলেন যে তাঁর পিতা ইস্‌হাক কনান দেশের মেয়েদের উপর সন্তুষ্ট নন।


দাউদ হিত্তীয় উপজাতির লোক অহিমেলক এবং সরুয়ার পুত্র যোয়াবের ভাই অবিশয়কে বললেন, ঐ শিবিরে শৌলের কাছে আমার সঙ্গে কে যেতে চাও? অবিশয় বললেন, আমি আপনার সঙ্গে যাব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন