Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 26:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 সেখান থেকে তিনি আবার বের-শেবায় চলে গেলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 পরে তিনি সেখান থেকে বের্‌-শেবাতে উঠে গেলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 সেখান থেকে তিনি বের-শেবার দিকে উঠে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 পরে তিনি তথা হইতে বের্-শেবাতে উঠিয়া গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 সেখান থেকে ইস‌্হাক গেলেন বের্-শেবাতে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 পরে তিনি সেখান থেকে বের-শেবাতে উঠে গেলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 26:23
7 ক্রস রেফারেন্স  

উত্তরে দান থেকে দক্ষিণে বেরশেবা পর্যন্ত সমগ্র এলাকার এবং পূর্বে গিলিয়দ প্রদেশ থেকে ইসরায়েলী সমাজের সমস্ত লোক এই ডাকে সাড়া দিল। তারা একজোট হয়ে মিস্‌পাতে পরমেশ্বরের পীঠস্থানে উপস্থিত হল।


ইসরায়েল তাঁর সমস্ত ধনসম্পদ সঙ্গে নিয়ে যাত্রা করলেন এবং বের-শেবায় পৌঁছে তাঁর পিতা ইস্‌হাকের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।


এই কারণেই তিনি সেই জায়গায় নাম রাখলেন বের-শেবা (শপথের কূপ) কেননা সেই জায়গায় তাঁরা দুজনেই শপথ গ্রহণ করেছিলেন। এইভাবে তাঁরা বের-শেবাতে সন্ধি স্থাপন করলেন।


অব্রাহাম খুব ভোরে উঠে কিছু খাদ্য ও জলের একটি পাত্র এবং বালকটিকে হাগারের কাঁধে চাপিয়ে দিয়ে তাকে বিদায় করে দিলেন। সে সেখান থেকে বেরিয়ে গিয়ে বের-শেবার প্রান্তরে ঘুরে বেড়াতে লাগল।


অব্রাহাম তখন তাঁর দাসদের কাছে ফিরে গেলেন এবং সকলে মিলে বের-শেবায় ফিরে এলেন। তিনি সেখানেই বাস করতে লাগলেন।


যাকোব বের-শেবা ছেড়ে হারাণ-এর দিকে যাত্রা করলেন। পথে যেতে যেতে সূর্য অস্ত যাওয়ায় তিনি সেখানেই রাত্রি যাপন করলেন।


বেথেলে কোনও কিছুর সন্ধানে যেও না, প্রবেশ করো না গিল্‌গলে, কিম্বা বের-শেবাতেও যেও না,কারণ গিল্‌গল নির্বাসিত হবে, বেথেলেরও থাকবে না কোনও চিহ্ন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন