Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 24:48 - পবিএ বাইবেল CL Bible (BSI)

48 তারপর মাথা নত করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণতি জানালাম, যিনি আমার মনিবের পুত্রের জন্য তাঁর জ্ঞাতি কন্যাকে গ্রহণ করার উদ্দেশ্যে আমাকে সঠিক পথে পরিচালনা করেছেন, আমার মনিব অব্রাহামের আরাধ্য ঈশ্বর সেই প্রভু পরমেশ্বরকে কৃতজ্ঞতা জানালাম

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

48 আর মস্তক নত করে মাবুদের উদ্দেশ্যে সেজ্‌দা করলাম এবং যিনি আমার মালিকের পুত্রের জন্য তাঁর ভাইয়ের কন্যাকে গ্রহণ করার জন্য আমাকে সঠিক পথে আনলেন, আমার মালিক ইব্রাহিমের আল্লাহ্‌ সেই মাবুদের প্রশংসা করলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

48 এবং আমি নতমস্তকে সদাপ্রভুর আরাধনা করলাম। আমি আমার প্রভু অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুর প্রশংসা করলাম, যিনি সঠিক পথে আমাকে পরিচালিত করলেন, যেন আমার প্রভুর ছেলের জন্য তাঁর ভাইয়ের নাতনীকে আমি খুঁজে পাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 আর মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত করিলাম, এবং যিনি আমার কর্ত্তার পুত্রের জন্য তাঁহার ভ্রাতৃকন্যা গ্রহণার্থে আমাকে প্রকৃত পথে আনিলেন, আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুর ধন্যবাদ করিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 আমি প্রণিপাত করে প্রভুকে ধন্যবাদ জানালাম। আমি প্রভুর, আমার মনিব অব্রাহামের ঈশ্বরের প্রশংসা করলাম। আমায় সোজা আমার মনিবের ভাইয়ের নাতনির কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রভুকে ধন্যবাদ জানাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

48 আর মাথা নিচু করে সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলাম এবং যিনি আমার কর্তার ছেলের জন্য তাঁর ভাইয়ের মেয়ে গ্রহণের জন্য আমাকে প্রকৃত পথে আনলেন, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুকে ধন্যবাদ করলাম।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 24:48
11 ক্রস রেফারেন্স  

এই ঈশ্বরই আমাদের শাশ্বত ঈশ্বর, তিনিই চিরকাল আমাদের করবেন পরিচালনা।


প্রভু বলেনঃ আমি দেখাব তোমায় সঠিক পথ, চালাব তোমায় সেই পথে তোমার উপর রাখব দৃষ্টি দেব তোমায় সুমন্ত্রণা।


ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর প্রভু পরমেশ্বর যিনি রক্ষা করে তোমায়, তিনি বলেন, আমি প্রভু পরমেশ্বর, তোমার আরাধ্য ঈশ্বর, তোমারই মঙ্গলের জন্য আমি শিক্ষা দিয়ে থাকি তোমাকে, চালনা করে থাকি তোমার গন্তব্য পথে।


তাঁদের কথা শুনে অব্রাহামের কর্মচারী ভূমিতে প্রণত হয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণিপাত করলেন।


আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাই, পরিচালনা করি ন্যায়ের পথে।


তিনি তাদের সঠিক পথে পরিচালিত করে বসবাস করার জন্য এক নগরে নিয়ে গেলেন।


অহবা নদীর তীরে সকলের কাছে আমি ঘোষণা করলাম যে, আমরা নিজেদের জন্য এবং আমাদের সন্তানসন্ততি, ধনসম্পত্তির নিরাপত্তা ও নিরাপদ যাত্রার জন্য আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে কৃপা ভিক্ষার উদ্দেশ্যে উপবাস করব।


তুমি তাদের সমস্ত অনুশাসন ও নির্দেশ জানিয়ে দেবে, তাদের আচরণ ও কর্তব্য কি হবে তাও তুমি বুঝিয়ে দেবে।


বথুয়েলের কন্যা রেবেকা। অব্রাহামের ভ্রাতা নাহোরের স্ত্রী মিল্‌কার গর্ভে উক্ত আটটি সন্তানের জন্ম হয়। এ ছাড়াও তাঁর উপপত্নী রুমার গর্ভে টেবহ্, গহম, তহশ ও মাখাহ্, জন্মগ্রহণ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন