Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 24:44 - পবিএ বাইবেল CL Bible (BSI)

44 তিনি যদি বলেন, পান কর, তোমার উটগুলোকেও পান করাবার জন্য আমি জল তুলে দেব, তাহলে তিনিই যেন হন আমার মনিবের ঈশ্বর নির্দিষ্ট পুত্রবধূ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 তিনি যদি বলেন, আপনিও পান করুন এবং আপনার উটগুলোর জন্যও আমি পানি তুলে দেব; তবে তিনি সেই কন্যা হোন, যাঁকে মাবুদ আমার মালিকের পুত্রের জন্য মনোনীত করেছেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 আর সে যদি আমাকে বলে, “পান করুন, এবং আমি আপনার উটগুলির জন্যও জল তুলে দেব,” তবে সেই যেন এমন একজন হয়, যাকে সদাপ্রভু আমার প্রভুর ছেলের জন্য মনোনীত করে রেখেছেন।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 তিনি যদি বলেন, তুমিও পান কর, এবং তোমার উষ্ট্রদের জন্যও আমি জল তুলিয়া দিব; তবে তিনি সেই কন্যা হউন, যাঁহাকে সদাপ্রভু আমার কর্ত্তার পুত্রের জন্য নিরূপণ করিয়াছেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 এতে উপযুক্ত পাত্রী একটা বিশেষভাবে উত্তর দেবে। সে বলবে, “এই জল আপনি পান করুন আর আপনার উটগুলোকেও আমি জল পান করতে দেব।” যে মেয়ে এইভাবে উত্তর দেবে, আমি জানব, সে-ই আমার মনিবের পুত্রের জন্য উপযুক্ত পাত্রী হবে যাকে প্রভু নির্বাচন করেছেন।’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 তিনি যদি বলেন, “তুমিও পান কর এবং তোমার উটেদের জন্যও আমি জল তুলে দেব; তবে তিনি সেই মেয়ে হোন, যাঁকে সদাপ্রভু আমার কর্তার ছেলের জন্য মনোনীত করেছেন।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 24:44
11 ক্রস রেফারেন্স  

এদের মধ্যে একটি কন্যাকে আমি বলব, দয়া করে আপনার কলসী থেকে আমাকে জল পান করান। সে যদি বলে, নাও পান কর, তোমার উটগুলোকেও আমি জল পান করাব, তাহলে সেই কন্যাটিই যেন হয় তোমার দাস ইস্‌হাকের জন্য তোমার নিরূপিত পাত্রী। এর দ্বারাই আমি বুঝব যে তুমি আমার মনিব অব্রাহামকে অনুগ্রহ করেছ।


শেষ কথা এই, তোমরা সকলে এক মন ও এক প্রাণ হয়ে পরস্পরকে ভালবাস। দয়ালু ও নম্র হও।


কারণ অতিথিসেবা করে কেউ কেউ অজ্ঞাতসারে স্বর্গদূতদের আপ্যায়িত করেছেন।


যে নারীরা নিজেদের ঈশ্বর ভক্ত বলে দাবী করে এই তাদের প্রকৃত আভরণ।


কিন্তু একজন শ্রদ্ধেয় ব্যক্তি সৎকাজ করে এবং দৃঢ়ভাবে ন্যায়ের পক্ষ অবলম্বন করে।


মানুষ ঘরবাড়ি ধনদৌলত পিতৃপুরুষদের কাছে পায়, কিন্তু প্রভুই তাকে দিতে পারেন বুদ্ধিমতী স্ত্রী।


পুরুষের পক্ষে বিবাহ করা ভাল, কারণ সহধর্মিণী ঈশ্বরের আশীর্বাদ। প্রভুর অনুগ্রহেই সে তা পায়।


পাশার দান নিজের পক্ষে হয়তো ফেলা যায়, কিন্তু প্রভুই সব কিছুই চূড়ান্ত নিষ্পত্তি করেন।


প্রভু পরমেশ্বর আদমের দেহ থেকে খুলে নেওয়া পঞ্জরাস্থি দ্বারা এক নারী সৃষ্টি করলেন এবং তাকে আদমের কাছে নিয়ে এলেন।


দেখ, আমি এই কূপের কাছে দাঁড়িয়ে আছি, যে কন্যাটি এখানে জল তুলতে আসবে তাকে আমি বলব, আপনার কলসী থেকে আমাকে একটু জল পান করান।


মনে মনে আমার কথা বলা শেষ না হতেই রেবেকা কলসী কাঁখে করে এলেন এবং কূপ থেকে জল তুলতে লাগলেন। আমি তাঁকে বললাম, দয়া করে আমাকে জল পান করান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন