Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 24:42 - পবিএ বাইবেল CL Bible (BSI)

42 আজ আমি ঐ কূপের কাছে উপস্থিত প্রভু পরমেশ্বরের কাছে এই প্রার্থনা নিবেদন করলাম, হে প্রভু পরমেশ্বর আমার মনিব অব্রাহামের আরাধ্য ঈশ্বর, আমার এই যাত্রা তুমি সফল কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

42 আর আজ আমি ঐ কূপের কাছে উপস্থিত হয়ে বললাম, হে মাবুদ, আমার মালিক ইব্রাহিমের আল্লাহ্‌, তুমি যদি আমার এই যাত্রা সফল করো,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

42 “আজ যখন আমি জলের উৎসের কাছে এলাম, তখন আমি বললাম, ‘হে সদাপ্রভু, আমার প্রভু অব্রাহামের ঈশ্বর, যদি তোমার ইচ্ছা হয়, তবে দয়া করে তুমি আমার এই যাত্রা সফল করো, যে যাত্রায় আমি বের হয়ে এসেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

42 আর অদ্য আমি ঐ কূপের নিকটে উপস্থিত হইলাম, আর বলিলাম, হে সদাপ্রভো, আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর, তবে দেখ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

42 “আজ আমি এই কূপের পাড়ে এসে প্রার্থনা করলাম, ‘প্রভু, আপনি আমার মনিব অব্রাহামের ঈশ্বর, দয়া করে আমার এই যাত্রাকে সফল করুন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

42 আর আজ আমি ঐ কূপের কাছে পৌছালাম, আর বললাম, “হে সদাপ্রভু, আমার কর্তা অব্রাহামের ঈশ্বর, তুমি যদি আমার এই যাত্রা সফল কর,

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 24:42
14 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, আমার বিনতি শোন, শোন তোমার দাসেদের প্রার্থনা, এরা আনন্দ সহকারে তোমাকে শ্রদ্ধা নিবেদন করে। আমাকে সফলতা দাও এবং সম্রাটের দৃষ্টিতে আমাকে অনুগ্রহভাজন কর। সেই সময় আমি রাজার পানপাত্র বাহক ছিলাম।


সর্বদাই আমি ঈশ্বরের কাছে মিনতি জানাই, যেন তাঁর ইচ্ছায় যে কোনভাবে আমি তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারি।


আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রসন্নতা বিরাজ করুক আমাদের উপর। তুমি সফলতা দাও আমাদের সকল কাজে, সার্থক কর আমাদের সকল প্রয়াস।


প্রভুর চরণে সমর্পণ কর তোমার জীবনের গতি, নির্ভর কর তাঁর উপর, তিনিই করবেন কার্যসাধন।


অহবা নদীর তীরে সকলের কাছে আমি ঘোষণা করলাম যে, আমরা নিজেদের জন্য এবং আমাদের সন্তানসন্ততি, ধনসম্পত্তির নিরাপত্তা ও নিরাপদ যাত্রার জন্য আমাদের আরাধ্য ঈশ্বরের কাছে কৃপা ভিক্ষার উদ্দেশ্যে উপবাস করব।


তারা বলল, আমরা সেনানায়ক কর্ণেলিয়াসের কাছ থেকে এসেছি। তিনি ন্যায়নিষ্ঠ ও শ্বরভক্ত লোক বলে সমগ্র ইহুদী সমাজে সমাদৃত। তিনি ঈশ্বরের একজন দূতের কাছ থেকে প্রত্যাদেশ পেয়েছেন, যেন তিনি লোক পাঠিয়ে আপনাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে যান এবং আপনার উপদেশ শোনেন।


তাঁর মনিব দেখলেন প্রভু পরমেশ্বর যোষেফের সঙ্গে আছেন এবং যে কাজেই তিনি হাত দেন প্রভু পরমেশ্বর তাতেই তাঁকে সাফল্য দান করেন।


লাবণ তাঁকে বললেন, প্রভু পরমেশ্বরের আশিস্ বর্ষিত হোক্ আপনার উপর। আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আমি আপনার জন্য একটি কক্ষ এবং উটগুলির জন্যও জায়গা ঠিক করে এসেছি।


বিকেল বেলায় মেয়েদের জল তুলতে আসার সময় তিনি সেই নগরের কাছে এসে পৌঁছালেন। নগরের বাইরে একটি জলের কূপের ধারে উটগুলোকে বসিয়ে তিনি প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন,


তিনি আমার মনিবের প্রতি তাঁর অবিচল প্রেম ও বিশ্বস্ততা আনুযায়ী আচরণ করতে বিরত হন নি। সেই প্রভু পরমেশ্বরই আমাকে পথ দেখিয়ে আমার মনিবের স্বজনদের বাড়ীতে এনে উপস্থিত করেছেন।


হান্না নীরবে প্রার্থনা করছিলেন, তাঁর ঠোঁট শুধু নড়ছিল,কিন্তু স্বর শোনা যাচ্ছিল না।


কিন্তু সে তাঁকে বলল, দেখুন, এই নগরে একজন ঈশ্বরপরায়ণ লোক আছেন, সকলে তাঁকে খুব সম্মান করে এবং তিনি যা বলেন সব সত্য হয়। চলুন আমরা সেখানে যাই তিনি হয়তো আমাদের গন্তব্য পথের নির্দেশ দিতে পারবেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন