Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 24:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 অব্রাহাম তখন খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন, আর প্রভু পরমেশ্বর সব ব্যাপারেই তাঁকে আশীর্বাদ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 সেই সময় ইব্রাহিম বৃদ্ধ ও অনেক বয়স্ক ছিলেন এবং মাবুদ ইব্রাহিমকে সমস্ত বিষয়ে দোয়া করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 অব্রাহাম খুব বৃদ্ধ হয়ে গেলেন এবং সদাপ্রভু তাঁকে সবদিক থেকেই আশীর্বাদ করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তৎকালে অব্রাহাম বৃদ্ধ ও গতবয়স্ক ছিলেন; এবং সদাপ্রভু অব্রাহামকে সর্ব্ববিষয়ে আশীর্ব্বাদ করিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 অব্রাহাম অত্যন্ত বৃদ্ধ বয়স পর্যন্ত জীবিত ছিলেন। অব্রাহামের ওপর ও তাঁর কৃত সমস্ত কর্মে প্রভুর আশীর্বাদ ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সেইদিনের অব্রাহাম বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল এবং সদাপ্রভু অব্রাহামকে সব বিষয়ে আশীর্বাদ করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 24:1
17 ক্রস রেফারেন্স  

অব্রাহামের মত বিশ্বাসই যাদের অবলম্বন তারা তাঁরই মত আশীর্বাদ লাভ করে।


সর্বাগ্রে তাঁর রাজ্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে এ সবই তিনি তোমাদের জুগিয়ে দেবেন।


ঈশ্বরের আশীর্বাদই মানুষকে ধনবান করে কিন্তু তার সঙ্গে আনে না কোন সমস্যা।


পশুপাল ও সোনা-রূপোর সম্পদে অব্রাম অতিশয় ধনী ছিলেন।


তাঁদের অনেক বয়স হয়েছিল এবং সারার সন্তান ধারণের ক্ষমতা নিবৃত্ত হয়েছিল। তাই সারা মনে মনে হেসে বললেন,


ধন্য ঈশ্বর, যিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পিতা, যিনি খ্রীষ্টের মাধ্যমে স্বর্গলোকের যাবতীয় দিব্য আধ্যাত্মিক বর আমাদের দান করেছেন।


আমি তোমাকে মহান এক জাতির জনক করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম গৌরবান্বিত করব।


শরীরচর্চায় সর্বৈব উপকারী। কারণ তা ইহকাল এবং পরকাল উভয় জীবনে কল্যাণকর।


ভাব, তোমাদের পিতা অব্রাহামের কথা, ভাব, জননী সারার কথা—অব্রাহামকে আমি যথন করেছিলাম আহ্বান সে তখন ছিল নিঃসন্তান। আমি আশীর্বাদ করলাম তাকে দান করলাম সন্তান তার বংশধরদের করলাম অগণিত।


তাঁদের কোন সন্তান ছিল না কারণ ইলিশাবেত ছিলেন বন্ধ্যা। তাছাড়া তাঁরা দুজনেই খুব বৃদ্ধ হয়ে পড়েছিলেন।


রাজা দাউদ দারুণ বৃদ্ধ হয়ে পড়েছিলেন, অনেক বয়েস হয়েছিল তাঁর। অনেক লেপ কম্বল দিয়ে তাঁর শরীরে ঢেকে দিলেও তাঁর শীত যেত না।


তোমার পিতার আরাধ্য ঈশ্বরের দ্বারা, সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা, তিনি হবেন তোমার সহায়। তিনিই করবেন তোমাকে আশীর্বাদ- ঊর্ধ্বে আকাশ থেকে বর্ষিত, নিম্নে বিস্তৃত জলধি থেকে উৎসারিত, স্তন ও গর্ভ থেকে নিঃসৃত সকল আশিসে।


চল্লিশ বছর বয়সে ইসহাক অরামনিবাসী বথুয়েলের কন্যা ও লাবণের ভগিনী রেবেকাকে পদ্দন-অরাম থেকে আনিয়ে বিবাহ করেছিলেন। বথুয়েল ও লাবণ ছিলেন অরামী জাতির লোক।


অব্রাহামের একশো বছর বয়সে পুত্র ইস্‌হাকের জন্ম হল।


ইস্‌হাক সেই দেশে চাষবাস করলেন এবং সে বছর শতগুণ বেশী ফসল পেলেন, আর প্রভু পরমেশ্বর তাঁকে আশীর্বাদ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন