আদিপুস্তক 23:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 হিত্তীয় লোকদের মধ্যে এফ্রোণও উপস্থিত ছিলেন। নগরদ্বারে যত হিত্তীয় লোক উপস্থিত ছিল তাদের সকলকে শুনিয়ে তিনি অব্রাহামকে বললেন, না তা হয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরদ্বারে প্রবেশ করলেন, তাঁদের শুনিয়ে সেই হিট্টিয় ইফ্রোণ ইব্রাহিমকে জবাব দিলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 হিত্তীয় ইফ্রোণ তাঁর লোকজনের মাঝখানে বসেছিলেন এবং যে হিত্তীয়েরা তাঁর নগরের প্রবেশদ্বারের কাছে সমবেত হল, তাদের সবাইকে শুনিয়ে শুনিয়ে তিনি অব্রাহামকে উত্তর দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসিয়া ছিলেন; আর হেতের যত সন্তান তাঁহার নগরদ্বারে প্রবেশ করিলেন, তাঁহাদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যাদের সঙ্গে অব্রাহাম কথা বলছিলেন তাঁদের মধ্যে ইফ্রোণ উপবিষ্ট ছিলেন। এখন ইফ্রোণ অব্রাহামকে বললেন, অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 তখন ইফ্রোণ হেতের সন্তানদের মধ্যে বসে ছিলেন; আর হেতের যত সন্তান তাঁর নগরের দরজা দিয়ে প্রবেশ করলেন, তাঁদের কর্ণগোচরে সেই হিত্তীয় ইফ্রোণ অব্রাহামকে উত্তর করলেন, অধ্যায় দেখুন |