Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 21:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 সারা বললেন, ঈশ্বর আমার জীবনে হাসি ও আনন্দ দিয়েছেন, যে একথা শুনবে, সেও আমার সঙ্গে আনন্দ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 আর সারা বললেন, আল্লাহ্‌ আমার মুখে হাসি ফুটালেন; যে কেউ এই কথা শুনবে সেও আমার সঙ্গে হাসবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সারা বললেন, “ঈশ্বর আমাকে হাসির পাত্রী করে তুলেছেন, আর যে কেউ একথা শুনবে সেও আমাকে নিয়ে হাসাহাসি করবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন; যে কেহ ইহা শুনিবে, সে আমার সহিত হাস্য করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 এবং সারা বললেন, “ঈশ্বর আমাকে আনন্দিত করেছেন। যে শুনবে সেই আমার সুখে সুখী হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর সারা বললেন, “ঈশ্বর আমাকে হাঁসালেন; যে কেউ এটা শুনবে, সে আমার সঙ্গে হাসবে।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 21:6
17 ক্রস রেফারেন্স  

হে জেরুশালেম, তুমি ছিলে বন্ধ্যা রমণীর মত, কিন্তু উল্লাসে মুখরিত হও এবার, স্বামী সোহাগিনী রমণীর চেয়েও অসংখ্য সন্তানের জননী হবে তুমি!


আমাদের অধরে তখন ছিল হাসির ছটা, রসনা ছিল জয়ধ্বনিমুখর, অন্যান্য জাতির লোকেরা তখন বলেছিল: প্রভু পরমেশ্বর এদের জন্য সাধন করেছেন মহৎ কর্ম।


তিনি মনে মনে বললেন, একশো বছর বয়স যার, সেই বৃদ্ধের কি সন্তান হবে? নব্বই বছরের বৃদ্ধা সারা কি সন্তান প্রসব করবে?


তাঁর প্রতিবেসী ও আত্মীয়-স্বজনেরা তাঁর প্রতি প্রভুর এই মহান অনুগ্রহের কথা শুনে খুবই আনন্দিত হল।


এর ফলে তুমি পরম আনন্দ লাভ করবে এবং সে জন্মগ্রহণ করলে আরও অনেকেই আনন্দিত হবে।


তখন তুমি বলবে আপন মনে, আমি তো সর্বহারা, হারিয়েছি আমার সন্তানদের, কেউ নেই আর আমার। তবে কে এদের ধারণ করেছে আমার জন্য? আমি ছিলাম নির্বাসিত, বিতাড়িত, পরিত্যক্ত, একাকিনী, কোথা থেকে এই এই সন্তান দল?


তিনি বন্ধ্যাকে করেন সমাদৃতা, করেন তাকে সন্তানের আনন্দময়ী মাতা। প্রভু পরমেশ্বরের প্রশংসা কর তোমরা।


যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ কর, যারা শোকার্ত তাদের সঙ্গে শোক কর।


বিশ্বাসের ফলে সারা বন্ধ্যা হয়েও গর্ভধারণ করার শক্তি পেলেন এবং বয়স পার হয়ে যাওয়া সত্ত্বেও সন্তানের জননী হলেন। কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যে নির্ভরযোগ্য সেকথা সারা বিশ্বাস করেছিলেন।


হান্না বললেন, গুরুদেব বিশ্বাস করুন, আমিই সেই নারী যে আপনার সামনে দাঁড়িয়ে প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করেছিল।


প্রভু পরমেশ্বর তখন বললেন, কোন নারী কি তার শিশুসন্তানকে ভুলে থাকতে পারে? পারে কি তাকে স্নেহবঞ্চিত করতে যাকে সে করেছে গর্ভে ধারণ? জননী যদি বা ভোলে সন্তানকে তার আমি কখনও ভুলবো না তোমায়।


অভিশাপ দাও সেই জনকে যে আমার পিতাকে আনন্দ দান করেছিল, দিয়েছিন আমার জন্মের সংবাদ, বলেছিল, ‘সন্তান জন্মেছে, একটি পুত্র জন্মেছে তোমার!’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন