Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 21:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 অব্রাহাম ফিলিস্তিনীদের দেশে অনেক দিন প্রবাসী ছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর ইব্রাহিম ফিলিস্তিনীদের দেশে অনেক দিন প্রবাস করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 আর অব্রাহাম দীর্ঘকাল ফিলিস্তিনীদের দেশে থেকে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন প্রবাস করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 অব্রাহাম পলেষ্টীয়দের দেশে বহুকাল বাস করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 অব্রাহাম পলেষ্টীয়দের দেশে অনেক দিন বাস করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 21:34
7 ক্রস রেফারেন্স  

প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্‌দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক।


এঁরা সকলেই বিশ্বাসে নির্ভর করে গত হলেন। এঁরা কেউ প্রতিশ্রুত বিষয় লাভ করেননি, কিন্তু সুদূরবর্তী সেই সম্ভাবনা দেখে তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং তাঁরা যে এই পৃথিবীতে বিদেশী ও প্রবাসী মাত্র তা স্বীকার করেছিলেন।


বিশ্বাসে নির্ভর করেই তিনি প্রতিশ্রুত দেশে বিদেশীরূপে বাস করলেন। সেই প্রতিশ্রুতির শরিক ইসহাক ও যাকোবের মত তিনি তাঁবুতে বাস করলেন।


হে প্রভু পরমেশ্বর, শোন আমার নিবেদন, কর্ণপাত কর আমার আর্তনাদে নীরব থেক না আমার অশ্রুপাতে কেননা আমি তোমার এ সংসারে ক্ষণিকের অতিথি আমার পিতৃপুরুষদের মতই পরবাসী।


তুমি জান হে প্রভু পরমেশ্বর, আমাদের পূর্বপুরুষদের মত আমরাও প্রবাসী আগন্তুকের জীবন যাপন করে চলেছি। এ পৃথিবীতে আমাদের জীবন ছায়াময় যা ধীরে ধীরে সরে যায়, মৃত্যুর হাত আমরা এড়াতে পারি না।


পরে অব্রাহাম মাম্রে থেকে দক্ষিণে নেগেব অঞ্চলে রওনা হলেন। তিনি কাদেশ ও শূর-এর মাঝামাঝি অঞ্চলে এসে বাস করতে লাগলেন।


অব্রাহাম তখন তাঁর দাসদের কাছে ফিরে গেলেন এবং সকলে মিলে বের-শেবায় ফিরে এলেন। তিনি সেখানেই বাস করতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন