Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 21:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 অবিমেলক তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি উদ্দেশ্যে এই সাতটি মেষশাবক পৃথক করে রাখলেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 আবিমালেক তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি অভিপ্রায়ে এই সাতটি ভেড়ীর বাচ্চা পৃথক করে রাখলেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 এবং অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “আপনি যে মেষের এই সাতটি মাদি শাবক পৃথক করলেন, এর অর্থ কী?”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 অবীমেলক তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি অভিপ্রায়ে এই সাত মেষবৎসা পৃথক্‌ করিয়া রাখিলেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 অবীমেলক অব্রাহামকে জিজ্ঞেস করলেন, “আমার সামনে এই সাতটা মেষ পৃথক করে রাখলেন কেন?”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “আপনি কি অর্থে এই সাত বাচ্চা ভেড়া আলাদা করে রাখলেন?”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 21:29
5 ক্রস রেফারেন্স  

শমুয়েল জিজ্ঞাসা করলেন, অনেক পশুপালের ডাক শুনতে পাচ্ছি, এর অর্থ কি?


তোমাদর সন্তানসন্ততিরা যখন জিজ্ঞাসা করবে, এই অনুষ্ঠানের অর্থ কি?


তোমরা যে দলবলের সঙ্গে আমার দেখা হল তাদের কেন পাঠিয়েছ? যাকোব বললেন, আপনার কৃপাদৃষ্টি লাভের আশাতেই এই ব্যবস্থা করা হয়েছে।


অব্রাহাম তাঁর পাল থেকে সাতটি মেষশাবক পৃথক করে রাখলেন।


অব্রাহাম বললেন, আমি যে এই কূপ খনন করেছি তার সাক্ষীস্বরূপ আপনাকে আমার কাছ থেকে এই সাতটি মেষশাবক গ্রহণ করতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন