Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 21:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 অব্রাহাম বললেন, আমি এই শপথ করছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তখন ইব্রাহিম বললেন, কসম করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 অব্রাহাম বললেন, “আমি শপথ করছি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তখন অব্রাহাম কহিলেন, দিব্য করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 এবং অব্রাহাম বললেন, “আমি প্রতিজ্ঞা করছি যে আপনি আমার প্রতি যেরকম আচরণ করেছেন আমিও আপনার প্রতি সেরকম আচরণ করব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তখন অব্রাহাম বললেন, “শপথ করব।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 21:24
6 ক্রস রেফারেন্স  

মানুষ নিজের চেয়ে মহত্তর কারও নামে দিব্য করে এবং তার দ্বারা তাদের সমস্ত তর্কের নিষ্পত্তি হয়।


তোমাদের পক্ষে যতদূর সম্ভব সকলের সঙ্গে শান্তিতে বসবাস কর।


ইব্রীয় অব্রামের কাছে একজন পলাতক এসে সেই সংবাদ জানাল। অব্রাম তখম ইমােরীয় মাম্রের ওক বনের কাছে বাস করছিলেন। মাম্রে ছিলেন এশকোল ও আনের-এর ভাই। এঁরা সকলেই ছিলেন অব্রামের মিত্রপক্ষ।


আপনি এখন ঈশ্বরের দিব্য দিয়ে আমার কাছে শপথ করুন যে আপনি কখনও আমার সঙ্গে, কিংবা আমার সন্তান ও বংশধরদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবেন না। আমি যেমন আপনার সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করেছি, আপনিও তেমনি আমার সঙ্গে এবং যে দেশে আপনি প্রবাস করছেন সেই দেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করবেন।


পরে অবিমেলকের কাছে অব্রাহাম অভিযোগ করলেন যে তাঁর দাসেরা একটি জলের কূপ জোর করে দখল করেছে। অবিমেলক বললেন, এ কাজ কারা করেছে আমি জানি না,


যাকোব বললেন, তুমি আমার কাছে শপথ কর। যোষেফ শপথ করলেন। ইসরায়েল তখন শয্যার শিয়রে কৃতজ্ঞতায় মাথা নত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন