Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 20:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তুমি এখন সেই ব্যক্তির কাছে তার স্ত্রীকে ফিরিয়ে দাও। সে একজন নবী, সে তোমার জন্য বিনতি করলে তোমার প্রাণ রক্ষা হবে, কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তাহলে নিশ্চিত জেন, তুমি ও তোমার লোকজন সকলেই মরবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 অতএব এখন সেই ব্যক্তির স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেও, কেননা সে একজন নবী; আর সে তোমার জন্য মুনাজাত করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দেও, তবে জেনো, তুমি ও তোমার সকলে নিশ্চয়ই মরবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 এখন সেই লোকটির স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে একজন ভাববাদী এবং সে তোমার জন্য প্রার্থনা করবে ও তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি মহিলাটিকে ফিরিয়ে না দাও, তবে নিশ্চিত থাকতে পারো যে তুমি ও তোমার সব লোকজন মারা যাবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাহাকে ফিরাইয়া দেও, কেননা সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করিবে, তাহাতে তুমি বাঁচিবে; কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দেও, তবে জানিও, তুমি ও তোমার সকলেই নিশ্চয় মরিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 সুতরাং তুমি অব্রাহাম ও তার স্ত্রীকে ফিরিয়ে দাও। অব্রাহাম একজন ভাববাদী। সে তোমার জন্য প্রার্থনা করবে এবং তুমি তাতে জীবন লাভ করবে। কিন্তু তুমি যদি অব্রাহাম ও তার স্ত্রীকে ফিরিয়ে না দাও তাহলে আমি নিশ্চিত যে তোমার মৃত্যু আসন্ন এবং তোমার সমস্ত পরিবারেরও মৃত্যু হবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 অতএব, সেই ব্যক্তির স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে এটা জেনে রাখ, তুমি ও তোমরা সকলেই নিশ্চয় মরবে।”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 20:7
42 ক্রস রেফারেন্স  

সুতরাং তোমরা এখন সাতটি বৃষ এবং সাতটি মেষ নিয়ে আমার দাস ইয়োবের কাছে যাও এবং নিজেদের জন্য হোমবলি উৎসর্গ কর। আমার দাস ইয়োব তোমাদের জন্য প্রার্থনা করলে আমি তার প্রার্থনা গ্রাহ্য করব এবং তোমাদের মূর্খতার প্রতিফল তোমাদের দেব না। কারণ আমার দাস ইয়োবের মত যথার্থ কথা তোমরা আমার সম্পর্কে বলনি।


শমুয়েল বললেন, হে ইসরায়েলীবৃন্দ! তোমরা মিসপাতে সমবেত হও, আমি তোমাদের জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানাব।


বিবাহিত জীবনের মর্যাদা সকলে রক্ষা করুক। দাম্পত্য সম্পর্ককে কেউ যেন কলুষিত না করে, কারণ ঈশ্বর লম্পট ও ব্যভিচারী লোকদের বিচার করবেন।


সেই মৃত্যুদূতকে দেখে দাউদ প্রভু পরমেশ্বরকে বললেন, দেখুন, এই বেচারা মানুষগুলি তো কিছু করেনি, আমিই পাপ করেছি, অন্যায় করেছি। আমাকে এবং আমার পরিবারের সকলকে শাস্তি দিন।


বলেছেন, স্পর্শ করো না আমার অভিষিক্তদের, ক্ষতি করো না আমার নবীদের।


এতে নামানের কিন্তু খুব রাগ হয়ে গেল। তিনি বললেন, আমি ভাবলাম, তিনি অন্তত আমার কাছে বেরিয়ে এসে পরমেশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং আমার আক্রান্ত জায়গাগুলোতে হাত বুলিয়ে সুস্থ করে দেবেন!


যদি কেউ কোন ব্যক্তিকে এমন পাপ করতে দেখে যা মারাত্মক নয়, তাহলে সে প্রার্থনা করুক, তিনি তাকে জীবন দান করবেন। যারা মারাত্মক পাপ করেনি তাদের জন্যই একথা। এক ধরণের পাপ আছে যা মারাত্মক, সে সম্পর্কে আমি কাউকে প্রার্থনা করতে বলিনি।


পুরাকালে ঈশ্বর প্রবক্তা নবীদের মাধ্যমে আংশিকভাবে ও বিভিন্ন উপায়ে আমাদের পূর্বপুরুষদের কাছে কথা বলেছেন।


যে দুর্বোধ্য ভাষায় কথা বলে সে শুধু নিজেকে গড়ে তোলে কিন্তু যে নবীর মত কথা বলে সে মণ্ডলীকে গড়ে তোলে।


কোন দুষ্ট লোকের সম্বন্ধে আমি যদি বলি, সে মরবে এবং তুমি তাকে পরিবর্তনের সুযোগ দেবার জন্য যদি সতর্ক করে না দাও, তাহলে সে সেই অবস্থাতেই মারা যাবে। তার মৃত্যুর জন্য তখন আমি তোমাকেই দায়ী করব।


কোন দুষ্ট লোকের মৃত্যু অবধারিত, এ কথা তোমায় জানালে তুমি যদি তাকে সাবধান না কর, যদি তার জীবন রক্ষার জন্য তাকে মন্দপথ পরিহার করতে না বল, তাহলে পাপলিপ্ত অবস্থাতেই তার মৃত্যু হবে। তার মৃত্যুর জন্য আমি তোমাকেই দায়ী করব।


সত্যিই যদি তারা প্রবক্তা নবী হয়ে থাকে, সত্যিই যদি তারা আমার বাণী পেয়ে থাকে, তাহলে তারা আমার কাছে, সর্বাধিপতি প্রভুর কাছে প্রার্থনা করুক যেন মন্দিরের ও রাজপ্রাসাদের রত্নভাণ্ডার ব্যাবিলনে নিয়ে যাওয়া না হয়।


তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মোশি ও শমুয়েলও যদি আমার সামনে দাঁড়িয়ে আবেদন জানাত, তাহলেও আমি এদের উপর দয়া করতাম না। ওদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে, চলে যাক ওরা।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি এদের সাহায্য করার জন্য আমার কাছে আবেদন জানাবে না।


যারা তাঁর ইচ্ছা পালন করে তারাই তাঁর অন্তরঙ্গ, তাদেরই সঙ্গে স্থাপন করবেন তিনি তাঁর সেই সন্ধিচুক্তি।


তিনি রাজপুরুষদের পক্ষপাতিত্ব করেন না ধনী ও দরিদ্রের বিচারে পার্থক্য করেন না।


রাজা যারবিয়াম নবীকে বললেন, দয়া করে আপনার প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার হাত ভাল হয়ে যায়। প্রভু পরমেশ্বরের কাছে নবী প্রার্থনা করলেন। রাজার হাত সুস্থ হয়ে গেল।


প্রভু না করুন, আমি যেন কখনও তোমাদের জন্য বিনতি করতে ক্ষান্ত হয়ে প্রভুর কাছে অপরাধী না হই। আমি বরং তোমাদের সৎ ন্যায় পথে চলতে শিক্ষা দেব।


তারা তখন শমুয়েলেকে বলল, আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আপনার এই দাসদের জন্য বিনতি করুন যেন আমরা প্রাণে না মরি। আমাদের জন্য একজন রাজা দাবী করে আমরা আমাদের পাপের বোঝা আরও ভারী করেছি।


সেই সংবাদ শুনে ইসরায়েলী জনতা অত্যন্ত ভীত হয়ে শমুয়েলকে বলল, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনারত থাকুন, থামবেন না। ফিলিস্তিনীদের হাত থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন।


পুরোহিত তার পাপের জন্য প্রায়শ্চিত্তের বলি উৎসর্গ করবে। তাহলে সে পাপের ক্ষমা পাবে।


তাহলে সে যা কিছু বলপূর্বক অপহরণ, বা অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, সেটি তাকে ফিরিয়ে দিতে হবে। অথবা যে জিনিস তার কাছে গচ্ছিত রাখা হয়েছে, বা সে যে হারানো জিনিস


মোশির শ্বশুর মোশিকে বললেন, তুমি যে ভাবে কাজ করছ তা ঠিক নয়।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, দেখ, আমি ফারাও-এর কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করেছি, আর তোমার ভাই হারোণকে করেছি তোমার মুখপাত্র।


সে তোমার হয়ে জনতার কাছে সব কথা বলবে। সে হবে তোমার মুখপাত্র আর তুমি হবে তার কাছে ঈশ্বরস্বরূপ।


কারণ অব্রাহামের স্ত্রী সারার জন্যই প্রভু অবিমেলকের পরিবারের সকল নারীর গর্ভরোধ করেছিলেন।


কিন্তু অব্রামের স্ত্রী সারীকে স্ত্রীরূপে গ্রহণ করার অপরাধে প্রভু পরমেশ্বর ফারাও এবং তাঁর পরিজনদের কঠিন ব্যধিতে আক্রান্ত করলেন।


ফারাও-এর অমাত্যবৃন্দ তাঁকে দেখে ফারাও-এর কাছে তাঁর প্রশংসা করলেন তখন সারীকে ফারাও-এর প্রাসাদে নিয়ে যাওয়া হল এবং


যেদিন সেই বৃক্ষের ফল তুমি খাবে, নিশ্চিত জেন, সেই দিনই হবে তোমার মৃত্যু।


শিমোন তাঁকে বলল, প্রভুর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন যাতে যা কিছু আপনি বললেন, তার কিছুই যেন আমার উপরে না ঘটে।


কিন্তু রাত্রে ঈশ্বর স্বপ্নে অবিমেলককে দর্শন দিয়ে বললেন, ঐ নারীকে গ্রহণ করার জন্য তোমার মৃত্যদনণ্ড হবে, কারণ সে অন্য লোকের স্ত্রী।


অবিমেলক খুব ভোরে উঠে তাঁর সব অমাত্যদের ডেকে পাঠালেন এবং তাদের কাছে এ সব কথা বললেন। তাতে তাঁর লোকেরা খুব ভীত হয়ে পড়ল। অবিমেলক তখন অব্রাহামকে ডেকে এনে বললেন,


উপরন্তু ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবুলুন গোষ্ঠীর বহুলোক আনুষ্ঠানিকভাবে নিজেদের শুচি না করে তারণোৎসব পালন করেছিল যা বিধান সঙ্গত ছিল না। রাজা হিষ্কিয় তাদের জন্য এই প্রার্থনা নিবেদন করলেনঃ


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন