Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 20:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ঐ ব্যক্তি নিজেই আমাকে বলেছে, এ আমার বোন, আর সেই নারীও বলেছে, ইনি আমার ভাই। আমি সরল মনে নিষ্কলঙ্কভাবেই এ কাজ করেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সেই ব্যক্তি কি আমাকে বলে নি, এ আমার বোন? এবং সেই স্ত্রীও কি বলে নি, এ আমার ভাই? আমি যা করেছি তা সরল অন্তরে করেছি; আমার হাত কলংকমুক্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 সেই লোকটি কি আমাকে বলেননি, ‘এ আমার বোন’ আর মহিলাটিও কি বলেননি, ‘উনি আমার দাদা?’ বিশুদ্ধ এক বিবেক সমেত ও শুচিশুদ্ধ হাতেই আমি এ কাজ করেছি।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সেই ব্যক্তি কি আমাকে বলে নাই, এ আমার ভগিনী? এবং সেই স্ত্রীও কি বলে নাই, এ আমার ভ্রাতা? আমি যাহা করিয়াছি, তাহা অন্তঃকরণের সরলতায় ও হস্তের নির্দ্দোষতায় করিয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 অব্রাহাম নিজে আমায় বলেছে যে, এই নারী তার বোন। আর ঐ নারীও বলেছে যে, ঐ পুরুষ তার ভাই। আমি তো কোন অপরাধ করিনি। আমি তো জানতামই না যে আমি কি করছি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সেই ব্যক্তি কি আমাকে বলেনি, এ আমার বোন? এবং সেই স্ত্রীও কি বলেনি, এ আমার ভাই? আমি যা করেছি, তা হৃদয়ের সরলতায় ও হাতের নির্দোষতায় করেছি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 20:5
21 ক্রস রেফারেন্স  

হে প্রভু পরমেশ্বর, তুমি সর্বমানবের বিচারক। তুমি জান হে প্রভু, আমি নির্দোষ, ন্যায়বিচার সম্পন্ন কর আমার সপক্ষে।


তোমার পিতা দাউদ যে ভাবে চলত তুমিও যদি সেইভাবে চল, একনিষ্ঠভাবে ন্যায়পথে থেকে আমার সমস্ত আদেশ পালন কর। আমার বিধান ও অনুশাসন মেনে চল


অতীতে আমি তাঁর কুৎসা করেছি, তাঁকে নির্যাতন করেছি, লাঞ্ছিত করেছি, তা সত্ত্বেও তিনি আমাকে করুণা করলেন, কারণ তখনও পর্যন্ত আমার মনে বিশ্বাস জন্মায়নি, সুতরাং এসব আমি না জেনে অবিশ্বাসের বশে করেছি।


তোমরা যারা খ্রীষ্টভক্ত, তোমাদের প্রতি আমাদের আচরণ কেমন শুদ্ধ, ন্যায্য ও নিখুঁত ছিল, তোমরা এবং স্বয়ং ঈশ্বরও তার সাক্ষী।


একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও একথা সমর্থন করে যে আমরা জগতে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ঈশ্বরের কথা মনে রেখে সরল ও আন্তরিক ব্যবহার করেছি। ঈশ্বরের অনুগ্রহেই আমরা পরিচালিত, জাগতিক জ্ঞানবুদ্ধিতে নয়।


ঈশ্বর তাঁর দূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিয়েছেন যেন তারা আমার কোন ক্ষতিসাধন করতে না পারে। মহারাজ, এর কারণ এই যে ঈশ্বর জানেন আমি নির্দোষ! তিনি জানেন যে আমি আপনার প্রতি কোন অন্যায় করি নি।


যে ধার্মিক ব্যক্তি সৎপথে চলে, আশিসধন্য হয় তার সন্তানেরা।


সৎ ব্যক্তিদের পথ দেখায় তাদের সততা, কিন্তু বিশ্বাসঘাতকদের কুটিলতাই তাদের বিনাশ ঘটায়।


নিঃস্বার্থ ভালবাসায় দাউদ পালন করলেন তাদের, পরম নিষ্ঠায় নিপুণ হাতে করলেন তাদের পরিচালনা।


বৃথাই কি আমি চিত্ত শুদ্ধ করেছি হে ঈশ্বর, নিষ্কলঙ্ক রেখেছি আমার হাত?


হে প্রভু পরমেশ্বর, তোমার যজ্ঞবেদী প্রদক্ষিণ করার আগে আমি শুদ্ধ করি নিজেকে পাপের কালিমা থেকে।


সততা ও ন্যায়নিষ্ঠা রক্ষা করুক আমায় আমি রয়েছি তোমারই প্রতীক্ষায়।


নিষ্কলুষ যার হাত, হৃদয় নির্মল অলীক বস্তুর প্রতি নেই যার মোহ, করে না যে মিথ্যা শপথ,


আমি শুচিশুদ্ধ, নিরপরাধ, আমি নির্মল, কোন অধার্মিকতা আমার মধ্যে নেই।


আমি জানি তুমি প্রত্যেকের মন পরীক্ষা কর এবং ন্যায়পরায়ণ সাধু মানুষের উপরেই তুমি তুষ্ট। আমি সৎ ও বিশ্বস্তভাবে এবং সাগ্রহে এইসব উপহার তোমার চরণে এনেছি এবং দেখেছি, তোমার এই সমবেত প্রজাবৃন্দ কী আনন্দ সহকারে তোমার কাছে তাদের উপহার এনেছে।


হে প্রভু পরমেশ্বর, আমার নিবেদন শোন, স্মরণ কর, কত নিষ্ঠাভরে সর্বান্তঃকরণে আমি তোমার সেবা করেছি এবং অকুন্ঠভাবে তোমার ইচ্ছা পালন করেছি—এই বলে তিনি তীব্র বেদনায় কাঁদতে লাগলেন।


প্রভু পরমেশ্বর যিনি সুরবন্দিত, সুরেশ্বর তিনিই জানেন আর ইসরায়েলী সমাজও জানুক, যদি আমরা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ কিম্বা বিশ্বাসভঙ্গ করে এ কাজ করে থাকি তাহলে তোমরা আজ আমাদের রেহাই দিও না।


তাই তুমি বলো যে তুমি আমার বোন, তাহলে তারা আমার সঙ্গে সদ্ব্যবহার করবে ও তোমার খাতিরে আমার প্রাণ রক্ষা হবে।


পৈতৃক বাসভূমি থেকে বার করে আনলেন তখন আমি তাকে বলেছিলাম, আমার প্রতি এই অনুগ্রহটুকু করবে, যে আমরা যেখানেই যাই না কেন, সেখানে তুমি আমাকে তোমার ভাই বলে পরিচয় দেবে।


আপনার আত্মীয় স্বজন সকলের কাছে প্রমাণিত হোক যে আপনি নির্দোষ! আপনি যে কোন অপরাধ করেন নি, একথা সকলে জানুক।


দুর্জনের দুষ্কৃতির হোক অবসান, হে ধর্মময় ঈশ্বর, অন্তর্যামী ঈশ্বর আমার, সজ্জনকে তুমি কর প্রতিষ্ঠিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন