Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 2:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 প্রভু পরমেশ্বর যখন আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবীতে কোন উদ্ভিদ ছিল না, প্রান্তরে তখনও উৎপন্ন হয়নি কোন তৃণলতা কারণ প্রভু পরমেশ্বর তখনও পৃথিবীতে বৃষ্টিপাত করেননি এবং

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সেই সময়ে দুনিয়াতে কোন উদ্ভিদ হত না আর ক্ষেতের কোন ফসলও উৎপন্ন হত না, কেননা মাবুদ আল্লাহ্‌ দুনিয়াতে তখনও বৃষ্টি বর্ষণ করেন নি আর ভূমিতে কৃষিকর্ম করতে কোন মানুষ ছিল না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আর তখনও পর্যন্ত পৃথিবীতে কোনও গাছপালা উৎপন্ন হয়নি এবং কোনও চারাগাছ তখনও গজিয়ে ওঠেনি, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি পাঠাননি, এবং জমিতে চাষ করার জন্য সেখানে কোনও মানুষও ছিল না,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 সেই সময়ে পৃথিবীতে ক্ষেত্রের কোন উদ্ভিজ্জ হইত না, আর ক্ষেত্রের কোন ওষধি উৎপন্ন হইত না, কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষান নাই, আর ভূমিতে কৃষিকর্ম্ম করিতে মনুষ্য ছিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 পৃথিবীতে তখন কোন গাছপালা ছিল না। মাঠে তখন কিছুই জন্মাতো না। কারণ প্রভু তখনও পৃথিবীতে বৃষ্টি পাঠান নি এবং ক্ষেতে চাষবাস করার জন্য তখন কেউ ছিল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সেই দিনের পৃথিবীর ভূমিতে কোন ফসল উত্পন্ন হত না, আর ভূমিতে কোন ওষধি উৎপন্ন হত না, কারণ সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেননি, আর ভূমিতে কৃষিকাজ করতে মানুষ ছিল না।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 2:5
15 ক্রস রেফারেন্স  

তাই প্রভু পরমেশ্বর আদমকে এদনের উদ্যান থেকে বহিষ্কার করে দিলেন এবং যে মাটি থেকে তার উৎপত্তি সেই মাটিতেই তাকে কৃষি কাজে নিয়োগ করলেন।


যে ভূমি তার উপরে পতিত বৃষ্টিধারা শোষণ করে নেয় এবং যাদের জন্য কর্ষিত সেই ভূমি তাদের পক্ষে উপযোগী ফসল ফলায় তবে তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।


তিনিই পৃথিবীতে বারিবর্ষণ করেন, জলে সিঞ্চিত করেন শস্যক্ষেত্র।


তুমি পৃথিবীতে পলাতক ও যাযাবর হয়ে বিচরণ করবে।


এর পরে তিনি আবার কয়িনের ভাই হেবলের জন্ম দিলেন।


জাতিবর্গের পূজিত কোনও অসার প্রতিমা বর্ষা পাঠাতে পারে না, নিজে থেকে আকাশ পারে না ঝরাতে বৃষ্টি। আমরা তোমারই উপর বিশ্বাস করেছি স্থাপন হে প্রভু পরমেশ্বর, কারণ এইসব কাজ যিনি পারেন করতে, প্রভু তুমিই সেই জন।


তিনিই পৃথিবীর প্রান্তদেশে পুঞ্জীভূত করেন মেঘরাশি, সেই মেঘপুঞ্জকে বিদীর্ণ করে করেন বর্ষণদান, প্রবাহিত করেন বায়ু নিজ ভাণ্ডার থেকে।


পশুদের জন্য তুমি উৎপন্ন কর তৃণ, মানুষের চাষাবাদের জন্য তুমি সৃষ্টি কর উদ্ভিদরাজি যেন তারা ভূমি থেকে


তাহলে তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হতে পারবে। কারণ তাঁরই নির্দেশে ভাল-মন্দ নির্বিশেষে সকল মানুষকে সূর্য আলোক দান করে এবং ধার্মিক-অধার্মিক সকলের উপরেই বৃষ্টি বষির্ত হয়।


কৃষিকর্ম করার জন্য কোন মানুষও তখন ছিল না । ভূগর্ভ থেকে উৎসারিত জলধারায় সিঞ্চিত হত সমগ্র ধরাতল।


প্রভু পরমেশ্বর আপন ক্ষমতাবলে রচনা করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জগৎ-সংসার আপন প্রজ্ঞায়, করেছেন বিস্তার অসীম গগনতলে আপনার জ্ঞানে।


তাঁরই আদেশে গর্জন করে অন্তরীক্ষের জলধি, পৃথিবীর প্রান্ত থেকে আনয়ন করেন তিনি মেঘপুঞ্জ, বর্ষণকালে তিনিই সৃষ্টি করেন বিদ্যুৎ চমক, প্রেরণ করেন তিনি বায়ুর প্রবাহ আপন ভাণ্ডার হতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন