Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 2:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 প্রথম নদীটির নাম পীশোন, এটি সমগ্র হবীলা দেশ বেষ্টন করে প্রবাহিত । এখানে সোনা পাওয়া যায় ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 প্রথম নদীর নাম পীশোন; এই নদীটি সমস্ত হবীলা দেশ বেষ্টন করে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 প্রথমটির নাম পীশোন; এটি সমগ্র সেই হবীলা দেশ জুড়ে প্রবাহিত হয়েছে, যেখানে সোনা পাওয়া যায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 প্রথম নদীর নাম পীশোন; ইহা সমস্ত হবীলা দেশ বেষ্টন করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 প্রথম ধারাটির নাম পীশোন। এই নদী ধারা পুরো হবীলা দেশটিকে ঘিরে প্রবাহিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 প্রথম নদীর নাম পিশোন; এটা সমস্ত হবীলা দেশের চারপাশ থেকে বয়ে যায়,

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 2:11
9 ক্রস রেফারেন্স  

তাঁর বংশধরগণ হবীলা থেকে আরম্ভ করে আসিরিয়ার দিকে মিশরের পূর্বে শূর পর্যন্ত এলাকায় বসতি স্থাপন করল। তারা জ্ঞাতিভাইদের কাছ থেকে দূরে বসবাস করত।


তারপর শৌল টলায়িম থেকে আরম্ভ করে মিশরের প্রান্তসীমার জনপদ শূর পর্যন্ত যত অমালেকী ছিল তাদের সকলকে আক্রমণ করে হত্যা করলেন।


এরা সকলেই যোক্তানের সন্তান।


কুশের সন্তান - শেবা, হবীলা, সাবতা, রয়মা ও সাবতকা।


এই দেশের সোনা উৎকৃষ্ট এবং এখানে গুগগুল ও গোমেদ মণি পাওয়া যায় ।


দ্বিতীয় নদীর নাম গীহোন, এটি সমগ্র কুশ দেশ বেষ্টন করে প্রবাহিত।


ইসরায়েল ছলনায় ও প্রতারণায় আমাকে ঘিরে রেখেছে, যিহুদা এখনও ঈশ্বর সম্বন্ধে অস্থিরমতি, তার বিশ্বস্ত ও পবিত্র ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে সে।


ওফির, হবিলা ও যোবাব। এঁরা সকলেই যক্তনের বংশধর।


খনি থেকে রূপো সংগ্রহ করা হয়, সোনা খাঁটি করার জন্য রয়েছে শোধনাগার,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন