Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 19:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 সমস্ত অঞ্চল, নগরের সমস্ত লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 এভাবে তিনি সেই নগরগুলি ও সমগ্র সমতল এলাকা উৎখাত করলেন, ও নগরগুলিতে যত প্রাণী ছিল, সেসব—আর দেশের গাছপালাও ধ্বংস করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 সমস্ত অঞ্চল নগরনিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 অর্থাৎ‌ প্রভু ঐ নগরগুলি ধ্বংস করলেন। সমস্ত গাছপালা, সমস্ত লোকজন, সমগ্র উপত্যকাটাই প্রভু ধ্বংস করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 সেই সব নগর, সমস্ত অঞ্চল নগরবাসী সব লোক ও সেই ভূমিতে উত্পন্ন সমস্ত বস্তু ধ্বংস করলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 19:25
15 ক্রস রেফারেন্স  

দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।


এঁরা সকলেই সিদ্দিম উপত্যকায় (বর্তমান লবণসাগর) একত্র হলেন।


লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।


তিনি সদোম ও ঘমোরা নগর দুটিকে সম্পূর্ণ ভস্মীভূত করে অসাধু লোকেদের সম্মুখে তা দৃষ্টান্তস্বরূপ স্থাপন করলেন।


অব্রাম কনান দেশেই রইলেন এবং লোট উপত্যকা অঞ্চলের নগর এলাকায় বাস করতে লাগলেন ও সদোমের কাছে তাঁর শিবির স্থানান্তরিত করলেন।


প্রভু তাঁর রোষ ও ক্রোধে সদোম, ঘমোরা, আদ্‌মা ও সবোয়িম নগরগুলি যে ভাবে ধ্বংস করেছিলেন সেইভাবে এদেশেও জ্বলন্ত গন্ধক ও লবণ বর্ষণে এমন ভাবে দগ্ধ হবে যে এখানে কোন কিছু বপন করা যাবে না, কোন তৃণগুল্মও উৎপন্ন হবে না।


ব্যাবিলন সর্বাপেক্ষা সুন্দর রমণীয় রাজ্য, ব্যাবিলনবাসীর গর্বের ধন। কিন্তু, আমি প্রভু পরমেশ্বর এই ব্যাবিলনকে বিধ্বস্ত করব সদোম ও ঘমোরার মত।


তার অবস্থা হোক সেই সব নগরীর মত যেগুলি নির্মমভাবে ধ্বংস করেছেন প্রভু পরমেশ্বর। প্রভাতে সে শুনুক আর্তনাদ মধ্যাহ্নে শুনুক যুদ্ধের দামামা।


যখন ইদোম ধ্বংস হবে, তখন তারও সদোম ও ঘমোরা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির মত একই দশা হবে। সেখানে কেউ আর কখনও বাস করবে না। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


সন্নিহিত অঞ্চলসমূহ সদোম ও ঘমোরাকে সেদিন যেমন আমি শাস্তি দিয়েছিলাম, সেইভাবে শাস্তি দেব ব্যাবিলনকেও। সেখানে কেউ আর থাকবে না বেঁচে, বসতিও গড়ে উঠবে না কোনদিন। একথা আমি প্রভু পরমেশ্বর বললাম।


প্রভু পরমেশ্বরের হাতে পাপের পরিণামে ঘটেছিল সদোমের শোচনীয় পতন অকস্মাৎ, তবু, তাদের চেয়েও প্রজারা আমার পেয়েছিল অধিক দণ্ড।


তারা ছিল গর্বিত ও উদ্ধত। এমন সব কাজ তারা করত, যা আমি ঘৃণা করি। তাই আমি তাদের ধ্বংস করলাম—এ তুমি ভাল করেই জান


সদোম ও ঘমোরা যেমন ধ্বংস হয়েছিল, তেমনি তোমাদের আরও কয়েকটি জনপদ আমি ধ্বংস করেছি। অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করে আনা। একখণ্ড পোড়া কাঠের মত হয়েছিল তোমাদের দশা, তবুও তোমরা ফিরে এলে না আমার কাছে।প্রভু বলেন এ কথা।


কিন্তু আমি দেখেছি জেরুশালেমের নবীরা নিকৃষ্ট তাদের চেয়েও, ব্যভিচার করে তারা, মিথ্যা কথা বলে, অন্যায় কাজে সাহায্য করে মানুষকে যাতে দুষ্কর্ম বন্ধ না করে কেউ। আমার চোখে তারা সদোম-ঘমোরার মানুষের মতই মন্দ।


আমার জীবন্ত সত্তার দিব্য, মোয়াবের দশা হবে সদোমের মত, আম্মোনীরা হবে ঘমোরার মত আগাছা ও লবণের শূন্য গহ্বরে পরিপূর্ণচির-বিধ্বস্ত এক দেশ। আমার উদ্ধারপ্রাপ্ত প্রজারা তাদের সম্পদ লুণ্ঠন করবে, অধিকার করবে তাদের দেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন