Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 19:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 তুমি সেখানে তাড়াতাড়ি পালিয়ে যাও, কারণ তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত কিছু করতে পারছি না। এই জন্য সেই নগরের নাম হল সোয়ার (ছোট)।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 শীঘ্রই ঐ স্থানে পালিয়ে যাও, কেননা তুমি ঐ স্থানে না পৌঁছানো পর্যন্ত আমি কিছু করতে পারি না। এজন্য সেই স্থানের নাম সোয়র (ক্ষুদ্র) হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 কিন্তু তাড়াতাড়ি সেখানে পালিয়ে যাও, কারণ যতক্ষণ না তুমি সেখানে পৌঁছে যাচ্ছ, আমি কিছুই করতে পারব না।” (সেজন্যই নগরটিকে সোয়র নাম দেওয়া হল।)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 শীঘ্রই ঐ স্থানে পলায়ন কর, কেননা তুমি ঐ স্থানে না পঁহুছিলে আমি কিছু করিতে পারি না। এই হেতু সেই স্থানের নাম সোয়র, ক্ষুদ্র হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 কিন্তু সেখানে শীঘ্রই দৌড়ে যাও। যতক্ষণ না নিরাপদে ঐ শহরে তুমি পৌঁছোচ্ছ ততক্ষণ সদোম ধ্বংস করতে পারব না।” (ঐ শহরের নাম সোয়র কারণ শহরটি খুব ছোট।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 তাড়াতাড়ি! ঐ জায়গায় পালিয়ে যাও, কারণ তুমি ঐ জায়গায় না পৌঁছালে আমি কিছু করতে পারি না।” এই জন্য সেই জায়গার নাম সোয়র অর্থাৎ ক্ষুদ্র হল।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 19:22
15 ক্রস রেফারেন্স  

লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।


ঘমোরার রাজা বির্শা, আদমার রাজা শিনাব্, জেবোয়িমের রাজা শেমেবার এবং বলার অর্থাৎ জোয়ার-এর রাজার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন।


তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি এদের সংহার করে পৃথিবীর বুক থেকে এদের নাম বিলুপ্ত করে দেব এবং এদের চেয়ে বৃহৎ ও শক্তিমান এক জাতির জনক করব তোমাকে।


সুতরাং তুমি বাধা দিও না, ওদের বিরুদ্ধে আমার ক্রোধ এখন প্রজ্বলিত হবে, ওদের আমি ধ্বংস করব, কিন্তু তোমাকে ভিত্তি করে আমি উৎপন্ন করব মহান এক জাতি।


যদি বিশ্বাস ভঙ্গ করিতবু তিনি থাকবেন চির বিশ্বস্ত। কারণ তিনি নিজের সঙ্গে মিথ্যাচরণ করতে পারেন না।


কয়েকজন অসুস্থ লোককে স্পর্শ করে সুস্থ করা ছাড়া আর কোন অলৌকিক কাজ তিনি সেখানে করতে পারলেন না।


হিসবোন আর ইলিয়ালীর মানুষ কাঁদছে। সুদূর যাহস থেকে তাদের কান্না শোনা যাচ্ছে। সোয়র থেকে সুদূর হেরোনিয়ম আর ইগ্‌লৎ সালিশীয়া পর্যন্ত শোনা যাচ্ছে তাদের ক্রন্দনধ্বনি। নিম্রীমের জলধারা পর্যন্ত শুকিয়ে গেছে।


প্রভু পরমেশ্বর বলেন, কেউ ভাল দ্রাক্ষাফল নষ্ট করে না, বরং সেগুলি দিয়ে সুরা তৈরী করে। সেই রকম আমিও আমার সমস্ত প্রজাকে ধ্বংস করব না, যারা আমার সেবা করে, রক্ষা করব আমি তাদের।


মোয়াবের জন্য আমার অন্তর কাঁদছে! লোকেরা সোয়ার-এ, ইগ্লৎ-শলিশীয়ায় পালাচ্ছে। কিছু লোক কাঁদতে কাঁদতে লুহিতের দিকে চড়াই পথ ধরে চলেছে। আবার কিছু লোক চীৎকার করে কাঁদতে কাঁদতে হোরোণয়িমে পালাচ্ছে।


এই নগরটি সত্যিই ছোট। তিনি বললেন, দেখ, এই বিষয়েও তোমার প্রতি আমরা অনুগ্রহ প্রদর্শন করলাম, যে নগরের কথা তুমি বললে, সেটি ধ্বংস করব না।


সূযোর্দয়ের পর লোট সোয়ারে প্রবেশ করলেন, আর প্রভু পরমেশ্বর তখনই আকাশ থেকে সদোম ও ঘমোরার উপর গন্ধক ও অগ্নি বর্ষণ করে সেই নগর দুটি,


নেগেব এবং সমতট অঞ্চল অর্থাৎ যিরিহোর উপত্যকা, সোয়ার পর্যন্ত প্রসারিত খেজুর গাছে ছাওয়া তলভূমি দেখালেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন