Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 19:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 তার চেয়ে কাছের ঐ ছোট নগরটি দেখুন, ওখানে পালিয়ে যাওয়া সহজ। আপনারা আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন, তাহলে আমি প্রাণে বাঁচব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 দেখুন, পালাবার জন্য ঐ নগরটি নিকটবর্তী, সেটি ক্ষুদ্র; ওখানে পালাবার অনুমতি দিন, তা হলে আমার প্রাণ বাঁচবে; সেটি কি ক্ষুদ্র নয়?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 দেখুন, এখানে কাছাকাছি পালিয়ে যাওয়ার উপযোগী একটি নগর আছে, আর তা ছোটও। আমাকে সেখানে পালিয়ে যেতে দিন—সেটি খুবই ছোটো, তাই না? তবেই তো আমার প্রাণরক্ষা হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 দেখুন, পলায়ন জন্য ঐ নগর নিকটবর্ত্তী, উহা ক্ষুদ্র; ওখানে পলাইবার অনুমতি দিউন, তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে; উহা কি ক্ষুদ্র নয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 দেখুন, এখানে কাছেই একটা খুব ছোট শহর আছে। আমি সেই শহর পর্যন্ত দৌড়ে বেঁচে যেতে পারি।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 দেখুন, পালানোর জন্য ঐ শহর কাছাকাছি, ওটা ছোট; ওখানে পালাবার অনুমতি দিন, তা হলে আমার প্রাণ বাঁচবে; ওটা কি ছোট না?”

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 19:20
9 ক্রস রেফারেন্স  

জীবন দাও আমায়, যেন আমি করতে পারি তোমার স্তব, তোমার শাসনবিধি হোক আমার নিত্য সহায়।


নগরে বিপদসূচক তূরী বেজে উঠলে নগরবাসীরা কি ভয়ে কেঁপে ওঠে না? প্রভু না ঘটালে কি নগরে কোনও অঘটন ঘটে?


তোমরা আমার কাছে এস, লাভ করবে সার্থক জীবন! শোন, তোমাদের সঙ্গে আমি স্থাপন করব এক চিরস্থায়ী সন্ধি চুক্তি, দাউদের প্রতি ছিল আমার যে অবিচল প্রেম সেই প্রেম বর্ষিত হবে তোমাদের উপর।


লোট তাঁর কন্যা দুটিকে সঙ্গে নিয়ে সোয়ার থেকে পাহাড়ী অঞ্চলে গিয়ে বাস করতে লাগলেন। সোয়ারে বসবাস করতে লোট ভয় পেলেন, তাই তিনি তাঁর দুই কন্যাকে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন।


তাই তুমি বলো যে তুমি আমার বোন, তাহলে তারা আমার সঙ্গে সদ্ব্যবহার করবে ও তোমার খাতিরে আমার প্রাণ রক্ষা হবে।


দেখুন, আপনাদের এ দাসের প্রতি আপনারা অনুগ্রহ করেছেন, আমার প্রাণ রক্ষা করে আপনারা আমার প্রতি মহা অনুগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমি পাহাড় অঞ্চলে পালিয়ে যেতে পারব না, কারণ তার আগেই হয়তো বিপদ এসে পড়বে আর আমি মারা পড়ব।


এই নগরটি সত্যিই ছোট। তিনি বললেন, দেখ, এই বিষয়েও তোমার প্রতি আমরা অনুগ্রহ প্রদর্শন করলাম, যে নগরের কথা তুমি বললে, সেটি ধ্বংস করব না।


আমি তাঁকে বললাম, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে না। আমার অনুরোধ, আপনি প্রভু পরমেশ্বরের বার্তা শুনুন, পালন করুন তাঁর কথা। তাহলে সর্বতোভাবে আপনার মঙ্গল হবে, আপনার জীবনও রক্ষা পাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন