Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 18:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 অব্রাহাম বললেন, দেখুন আমি তো ধূলিকণা ও ভস্ম মাত্র, কিন্তু তবুও প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার সাহস করছি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 ইব্রাহিম জবাবে বললেন, দেখুন, ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি মালিকের সঙ্গে কথা বলতে সাহসী হয়েছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 তখন অব্রাহাম আরেকবার বলে উঠলেন: “যদিও আমি ধুলো ও ভস্ম ছাড়া আর কিছুই নই, তাও যখন আমি প্রভুর সাথে কথা বলার সাহস পেয়েই গিয়েছি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 অব্রাহাম উত্তর করিয়া কহিলেন, দেখুন ধূলি ও ভস্মমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা কহিতে সাহসী হইয়াছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 তখন অব্রাহাম বললেন, “আপনার তুলনায় আমি নেহাতই ধুলো আর ছাই। কিন্তু একটা প্রশ্ন করে আবার আপনাকে বিরক্ত করছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 অব্রাহাম উত্তর করে বললেন, “দেখুন, ধূলো ও ছাইমাত্র যে আমি, আমি প্রভুর সঙ্গে কথা বলতে সাহসী হয়েছি!

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 18:27
18 ক্রস রেফারেন্স  

আমি বললাম, হায়! আমার আর কোন আশা নেই। আমার ওষ্ঠাধরের প্রতিটি কথা পাপময়। যাদের মাঝে আমি বাস করি তাদেরও প্রতিটি কথা পাপময়। কিন্তু তা সত্ত্বেও আমি রাজাকে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরকে স্বচক্ষে দেখেছি!


শিমোন পিতর এই ব্যাপার দেখে যীশুর পায়ে পড়ে বললেন, আমার কাছ থেকে চলে যান প্রভু, আমি পাপিষ্ঠ।


যতদিন না তুমি ফিরে যাবে মৃত্তিকা বক্ষে ততদিন ঘর্মাক্ত কলেবরে তোমাকে করতে হবে অন্নসংস্থান। মৃত্তিকা থেকে তোমার উৎপত্তি, ধূলিমাত্র তুমি, ধূলিতেই করবে প্রত্যাবর্তন। পরে আদম তাঁর স্ত্রীর নাম রাখলেন হবা


যীশু তখন তাঁদের শিক্ষা দেবার জন্য এই উপাখ্যানটি বললেন যেন তাঁরার নিরুৎসাহ না হয়ে সব সময় প্রার্থনা করে।


তবু, তুমি আমাদের পিতা হে প্রভু পরমেশ্বর, আমরা মাটি তুমি কুম্ভকার, আমরা তোমারই হাতের সৃষ্টি।


ঈশ্বর আমাকে কাদার মধ্যে ছুঁড়ে ফেলেছেন, আজ আমার দশা ধূলা ও ছাইয়ের মত।


তাহলে মাটি দিয়ে গড়া যে প্রাণী ধূলি থেকেই যার উৎপত্তি, পতঙ্গের মতই যে পিষ্ট হয়, তাকে তিনি কি করে বিশ্বাস করবেন?


প্রভু পরমেশ্বর তখন মাটি দিয়ে মানুষ গড়লেন এবং তার নাসিকায় আপন প্রশ্বাসে প্রাণবায়ু সঞ্চারিত করলেন । তখন মানুষ পরিণত হল এক সজীব সত্তায়।


হে প্রভু পরমেশ্বর, নগণ্য মর্ত্যমানবের কি এমন যোগ্যতা যে তুমি তার সন্ধান কর? নিতান্ত তুচ্ছ মানব সন্তানই বা কে যে তুমি তার তত্ত্বাবধান কর?


তখন মনে হয়, কে এই নশ্বর মানব? কেন ভাব তার কথা? কেন এই মানবের প্রতি তুমি এত সযত্ন সজাগ?


বললাম, হে ঈশ্বর আমি এত লজ্জিত যে তোমার সামনে মাথা তুলতে পারছি না। আমাদের পাপ জমে জমে স্তূপাকার হয়ে গেছে, আমাদের মাথা ছাড়িয়ে আকাশ স্পর্শ করেছে।


ধরুন যদি সেই পঞ্চাশজন ধার্মিক ব্যক্তির পাঁচজন কম হয় তাহলে পাঁচজন কম হওয়ার জন্য আপনি কি নগরটি ধ্বংস করবেম? প্রভু বললেন, সেখানে যদি পঁয়তাল্লিশ জন ধার্মিক ব্যক্তি পাওয়া যায় তাহলে আমি সেই স্থান ধ্বংস করব না।


মোশি তখন তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললেন, মহাপরাক্রম ও বাহুবলে যে প্রজাদের তুমি মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের বিরুদ্ধে কেন প্রজ্বলিত হবে তোমার ক্রোধ?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন