Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 18:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 অব্রাহাম তাঁকে বললেন, আপনি কি সত্যিই দুর্জনদের সঙ্গে ধার্মিকদেরও সংহার করবেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 পরে ইব্রাহিম কাছে গিয়ে বললেন, আপনি কি দুষ্টের সঙ্গে ধার্মিককেও সংহার করবেন?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 পরে অব্রাহাম তাঁর দিকে এগিয়ে গিয়ে বললেন: “তুমি কি দুষ্টদের সাথে ধার্মিকদেরও দ্রুত নিশ্চিহ্ন করে ফেলবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্ম্মিককেও সংহার করিবেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 অব্রাহাম প্রভুর কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, “প্রভু, আপনি কি ভাল লোকেদেরও ধ্বংস করবেন যেমন আপনি মন্দ লোকেদের ধ্বংস করেন?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 পরে অব্রাহাম কাছে গিয়ে বললেন, “আপনি কি দুষ্টের সঙ্গে ধার্মিককেও ধ্বংস করবেন?

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 18:23
15 ক্রস রেফারেন্স  

তাঁরা তখন মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, হে ঈশ্বর, সর্বজীবের জীবনেশ্বর তুমি, একজনের পাপের জন্য তুমি কি সমগ্র জনমণ্ডলীর উপর ক্রুদ্ধ হবে?


সেই মৃত্যুদূতকে দেখে দাউদ প্রভু পরমেশ্বরকে বললেন, দেখুন, এই বেচারা মানুষগুলি তো কিছু করেনি, আমিই পাপ করেছি, অন্যায় করেছি। আমাকে এবং আমার পরিবারের সকলকে শাস্তি দিন।


অবিমেলক তখনও সারার কাছে যান নি, তাই তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর নির্দোষকেও কি আপনি সংহার করবেন?


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


আপনারা কি ধার্মিক ও পরাক্রমশালী ঈশ্বরকে দোষী সাব্যস্ত করছেন? আপনারা কি মনে করেন তিনি ন্যায়বিদ্বেষী শাসক?


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


স্বজাতির মধ্য থেকে হবে তাদের শাসকের অভ্যুত্থান, স্বজাতিরই মধ্য থেকে হবে তাদের নেতার আগমন। আমি তাকে জানালে আহ্বান, সে এসে দাঁড়াবে আমার সামনে, কার এমন স্পর্দ্ধা যে অনাহূত হয়ে সামনে এসে দাঁড়ায় আমার?


ঈশ্বরের সান্নিধ্যে থাকাই আমার পক্ষে মঙ্গলজনক, তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের শরণ নিয়েছি আমি, যেন গাইতে পারি তাঁরই কীর্তিগাথা।


ঈশ্বর কি বিচার বিকৃত করেন? সর্বশক্তিমান কি ন্যায়ের অন্যথা করেন?


এলিয় আমাদেরই মত মানুষ ছিলেন। কিন্তু তিনি একাগ্রচিত্তে প্রার্থনা করলেন যেন বৃষ্টি হয়নি।


তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার কর এবং পরস্পরের রোগমুক্তির জন্য প্রার্থনা কর। ধার্মিকের প্রার্থনায় অনেক কাজ হয়, তার প্রার্থনায় প্রভূত শক্তি নিহিত আছে।


যদি সেই নগরে পঞ্চাশজন ধর্মপরায়ণ লোক থাকে তবে সেই পঞ্চাশজন ধর্মপরায়ণ লোকের জন্য সেই নগরকে অব্যাহতি না দিয়ে তাকে ধ্বংস করবেন?


মিথ্যা অভিযোগ থেকে দূরে থাকবে। নির্দোষ ও ন্যায়নিষ্ঠ লোকের প্রাণনাশ করো না, কারণ এই দুষ্কর্ম যে করবে তাকে আমি অব্যাহতি দেব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন