Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 17:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 দেখ, তোমার সঙ্গে আমি সন্ধির চুক্তিতে আবদ্ধ হয়েছি, সেই অনুযায়ী তুমি হবে বহুজাতির আদি পিতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আমিই তোমার সঙ্গে আমার নিয়ম স্থির করছি, তুমি বহুজাতির আদিপিতা হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 “দেখো, তোমার সঙ্গে এই হল আমার নিয়ম: তুমি বহু জাতির পিতা হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমিই তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহুজাতির আদিপিতা হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 “আমাদের চুক্তিতে এটি আমার অংশ। আমি তোমাকে বহু জাতির পিতা করব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 “দেখ, আমিই তোমার সঙ্গে নিজের নিয়ম স্থির করছি, তুমি বহু জাতির আদিপিতা হবে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 17:4
16 ক্রস রেফারেন্স  

ঈশ্বর তাঁর নাম রাখলেন ইসরায়েল। বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি প্রজাবন্ত হও, বৃদ্ধিলাভ করে পরিণত হও মহান এক জাতিতে। তোমা থেকে উৎপন্ন হবে বহু জাতি, জন্মগ্রহণ করবে নৃপতিবৃন্দ তোমার বংশে।


আমি তোমাকে মহান এক জাতির জনক করব এবং তোমাকে আশীর্বাদ করে তোমার নাম গৌরবান্বিত করব।


কিন্তু তাঁর পিতা তাতে রাজী না হয়ে বললেন, আমি তা জানি পুত্র। আমি জানি এ-ও এক জাতির জনক হবে, এ-ও হবে মহান, কিন্তু এর ছোট ভাই এর চেয়েও বড় হবে এবং তার বংশধরেরা বহু জাতিতে পরিণত হবে।


আমি তোমার কল্যাণ করব এবং সমুদ্রতটের অগণ্য বালুকারাশির মত তোমার বংশবৃদ্ধি করব।


আমি নিশ্চয়ই তোমাকে প্রচুর বর দান করব। আকাশের নক্ষত্ররাজি ও সমূদ্রতটের বালুকারাশির মত আমি তোমার বংশবৃদ্ধি করব। তোমার বংশধরেরা শত্রুদের পুরী অধিকার করবে।


প্রভুর দূত তাকে বললেন, আমি তোমার বংশধরদের অতিশয় বর্ধিষ্ণু করব, তাদের সংখ্যা হবে অগণিত।


পৃথিবীর ধূলিকণার মত আমি তোমার বংশের বৃদ্ধি ঘটাব। কেউ যদি পৃথিবীর সব ধূলিকণা গণনা করতে পারে, তবে তোমার বংশধরদের সংখ্যাও নির্ধারিত করা যাবে।


প্রভু তাঁকে বললেন, তোমার গর্ভে রয়েছে দুটি জাতি, তোমার গর্ভজাত এই দুই জাতি পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে, একজাতি হবে অন্যের চেয়ে শক্তিমান, আর জ্যৈষ্ঠ হবে কনিষ্ঠের দাস।


আমি তাদের কাছে সত্যবদ্ধ হয়েছিলাম যে তারা যে দেশে প্রবাসী ছিল সেই কনান দেশ আমি তাদের দেব।


সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে তিনি বহুগুণে প্রজাবন্ত করুন, বহু জাতির জনক হও তুমি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন