Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 15:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 কেনী, কেনিষী, কদমোনী এবং হিত্তীয়, পেরিষীয়, রেফায়িম, ইমোরী, কনানী,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 কেনীয়, কনিষীয়, কদমোনীয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 কেনীয়, কনিষীয়, কদমোনীয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 কেনীয়, কনিষীয় কদ্‌মোনীয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এটা হল কেনীয়, কনিষীয়, কদ্মোনীয়,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 কেনিয়, কনিষীয়, কদমোনীয়,

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 15:19
9 ক্রস রেফারেন্স  

সিনী, আরভাদী, জেমরাতী ও হামাতী জাতিসমূহ।


গিরগাশী ও যিবুষী উপজাতি সমূহের দেশ আমি তাদের দিলাম।


মিশরীদের কবল থেকে তাদের উদ্ধার করে সুজলা-সুফলা শস্য শ্যামলা সম্পদশালী বিস্তীর্ণ এক মনোরম দেশে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সেই দেশ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয় প্রভৃতি জাতির বাসভূমি।


মিশরের দুর্দশা থেকে উদ্ধার করে আমি তোমাদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবুষীয়দের দেশে নিয়ে যাব। সুজলা, সুফলা, প্রাচুর্যে উচ্ছল সেই দেশ।


তোমাদের সামনে থেকে হিব্বীয়, কনানীয় ও হিত্তীয় জাতিদের বিতাড়িত করার জন্য তাদের মধ্যে আমি ভীমরুল পাঠিয়ে ত্রাসের সঞ্চার করব।


তারপর তোমরা জর্ডন পার হয়ে যিরিহোতে উপস্থিত হলে, যিরিহোর অধিবাসীরা তখন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল। তাছাড়া পরিষী, কনানী, হিত্তীয়, গির্গাশী, হিব্বীয় ও যিবুষী জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করল, কিন্তু আমি তাদের তোমাদের হাতে সমর্পণ করলাম।


তোমার প্রতি তাঁর অচলাভক্তি দেখে তুমি তার সঙ্গে করেছিলে এক সন্ধিচুক্তি। কনানী, হিত্তীয় আর অমোরীদের দেশ, পরিষী, যিবুষী আর গির্গাশীদের দেশ তাঁকে ও তাঁর বংশধরদের তুমি দেবে বলে করেছিলে অঙ্গীকার। সেই চুক্তি তুমি করেছ রক্ষা, তুমি সত্যময়।


তিনি কেনী উপজাতির লোকদের বললেন, ইসরায়েলীরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি সদয় ব্যবহার করেছিলে। সুতরাং তোমরা এখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে যাও, তা না হলে আমি হয়তো ওদের সঙ্গে তোমাদেরও ধ্বংস করতে পারি। কেনী উপজাতির লোকেরা তখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন