Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 15:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 অব্রাম সেগুলি তাঁর কাছে আনলেন এবং কেটে দুখণ্ড করে পাশাপাশি রাখলেন। কিন্তু পাখিগুলিকে তিনি কেটে দুখণ্ড করলেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 পরে তিনি সেই সমস্ত তাঁর কাছে এনে দুই দুই খণ্ড করলেন এবং এক একটি খণ্ডের সম্মুখে অন্য অন্য খণ্ডটি রাখলেন, কিন্তু পাখিগুলোকে দ্বিখণ্ড করলেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 অব্রাম এসব কিছু তাঁর কাছে আনলেন, সেগুলি দু-টুকরো করে কেটে অর্ধেক অর্ধেক অংশ পরস্পরের উল্টোদিকে সাজিয়ে রাখলেন; পাখিটিকে, অবশ্য তিনি দু-টুকরো করেননি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 পরে তিনি ঐ সকল তাঁহার নিকটে আনিয়া দুই দুই খণ্ড করিলেন, এবং এক এক খণ্ডের অগ্রে অন্য অন্য খণ্ড রাখিলেন, কিন্তু পক্ষিগণকে দ্বিখণ্ড করিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 অব্রাম এই সমস্ত ঈশ্বরের কাছে এনে দিলেন। অব্রাম প্রাণীগুলি হত্যা করে এবং প্রতিটির দুটি করে খণ্ড করে ঐ খণ্ডগুলি থাক-থাক করে সাজিয়ে রাখলেন। কিন্তু পাখীগুলিকে অব্রাম দুখণ্ড করেন নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 পরে তিনি ঐ সব তাঁর কাছে এনে দুটো করে টুকরো করলেন এবং এক এক টুকরোর আগে অন্য অন্য টুকরো রাখলেন, কিন্তু পাখিদেরকে দুই টুকরো করলেন না।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 15:10
6 ক্রস রেফারেন্স  

সে ঐ পাখিটির ডানা ভাঙ্গবে কিন্তু সেটিকে ছিঁড়ে দু’টুকরো করবে না। তারপর যাজক বেদীর আগুনে সেটিকে আহুতি দেবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম বলি। এর সৌরভ তাঁর প্রীতিজনক।


সূর্যাস্তের পর অন্ধকার নেমে এলে একটি ধূমায়মান অগ্নিভাণ্ড এবং একটি জ্বলন্ত মশাল দ্বিখণ্ডিত দেহগুলির মাঝখান দিয়ে চলে গেল।


ঈশ্বরের অনুমোদন লাভের জন্য তুমি এমন একজন সুযোগ্য কর্মী হওয়ার চেষ্টা কর যে নিজের কাজের জন্য লজ্জিত হয় না, যে সত্যের বাণী যথাযথরূপে ব্যাখ্যা করতে পারে।


প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, তিন বছর বয়সের একটি গাভী, একটি ছাগ ও একটি মেষ এবং তার সঙ্গে একটি ঘুঘু ও একটি কপোত শাবক আমার কাছে নিয়ে এস।


মাংসাশী পাখির দল সেই মৃতদেহগুলির উপর নেমে এলে অব্রাম তাদের তাড়িয়ে দিতে লাগলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন