Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 14:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 তখন সদোম, ঘমোরা, আদমা, জেবোয়িম এবং বেলা অর্থাৎ জোয়ার-এর নৃপতিবৃন্দ বেরিয়ে এসে সিদ্দিম উপত্যকায় এলামের রাজা কেদেরলায়োমের,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 আর সাদুমের বাদশাহ্‌, আমুরার বাদশাহ্‌, অদ্‌মার বাদশাহ্‌, সবোয়িমের বাদশাহ্‌ ও বিলার অর্থাৎ সোয়রের বাদশাহ্‌ বের হয়ে এলমের কদর্লায়োমর বাদশাহ্‌র,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 পরে সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্‌মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার (অর্থাৎ সোয়রের) রাজা কুচকাওয়াজ করে এগিয়ে গিয়ে সিদ্দীম উপত্যকায়

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 আর সদোমের রাজা, ঘমােরার রাজা, অদ্‌মার রাজা, সবোয়িমের রাজা ও বিলার অর্থাৎ সোয়রের রাজা বাহির হইয়া এলমের কদর্লায়োমর রাজার,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 সেই সময় সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার রাজা তাঁদের শত্রুদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সিদ্দীম উপত্যকায় যুদ্ধ করতে গেলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 আর সদোমের রাজা, ঘমোরার রাজা, অদমার রাজা, সবোয়িমের রাজা ও বেলার অর্থাৎ সোয়রের রাজা বের হয়ে

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 14:8
8 ক্রস রেফারেন্স  

তুমি সেখানে তাড়াতাড়ি পালিয়ে যাও, কারণ তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত কিছু করতে পারছি না। এই জন্য সেই নগরের নাম হল সোয়ার (ছোট)।


তার চেয়ে কাছের ঐ ছোট নগরটি দেখুন, ওখানে পালিয়ে যাওয়া সহজ। আপনারা আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন, তাহলে আমি প্রাণে বাঁচব।


লোট দেখলেন সোয়ারের দিকে জর্ডন উপত্যকার সমগ্র অঞ্চল সুজলা, প্রভু পরমেশ্বরের রচিত উদ্যান ও মিশর দেশের মত। কারণ প্রভু পরমেশ্বর তখনও সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেননি।


সদোম ও ঘমোরার রাজারা পালাবার সময় অনেকেই কূপের মধ্যে পড়ে গেলেন, বাকী লোকজন পাহাড় অঞ্চলে পালিয়ে গেল।


কনানী জাতির আঞ্চলিক সীমা সীদোন থেকে গেরার-এর দিকে গাজা নগরী পর্যন্ত এবং সদোম, ঘমোরা, আদমা ও জেবোয়িম-এর দিকে লাশা পর্যন্ত বিস্তৃত ছিল।


গোয়িমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফেল এবং এল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করলেন। পাঁচজন রাজার বিরুদ্ধে চারজন রাজা যুদ্ধ ঘোষণা করলেন। সিদ্দিম উপত্যকায় খনিজ তেলের অনেক কূপ ছিল


হে ইসরায়েল কি করে তোমায় আমি ত্যাগ করব? কি করে আমি সরে যাব তোমার কাছ থেকে? আমি কি আদমার মত তোমাকে ধ্বংস করতে পারি? কিম্বা সেবোয়িমের প্রতি যেমন করেছি তোমার প্রতি কি তেমনই আচরণ করতে পারি? আমার অন্তর আলোড়িত, করুণায় কোমলও বিগলিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন