Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 14:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তাঁর সহযোগী রাজারা এসে অস্তারোৎ-কর্ণায়িমে রেফায়িমকে হাম-এ জুজিমকে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 পরে চতুর্দশ বছরে কদর্লায়োমর ও তাঁর সহায় বাদশাহ্‌রা এসে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দেরকে

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 চতুর্দশতম বছরে, এমীয়দের রাজা কদর্লায়োমর এবং তাঁর সঙ্গী রাজারা মরুভূমির কাছাকাছি অবস্থিত এল-পারণ পর্যন্ত এগিয়ে গিয়ে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দের, হমে সুষীয়দের, শাবি-কিরিয়াথয়িমে এমীয়দের

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 পরে চতুর্দ্দশ বৎসরে কদর্লায়োমর ও তাঁহার সহায় রাজগণ আসিয়া অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দিগকে, হমে সুষীয়দিগকে, শাবিকিরিয়াথয়িমে এমীয়দিগকে

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 সুতরাং 14তম বছরে রাজা কদর্লায়োমর ও তাঁর মিত্র রাজাদের সঙ্গে বিদ্রোহী রাজাদের যুদ্ধ হল। কদর্লায়োমর ও তাঁর মিত্র রাজারা অন্তরোৎ‌ কর্ণয়িমের অধিবাসী রফায়ীয় নামক জাতিকে পরাস্ত করলেন। তাঁরা হমের সুষীয়দেরও পরাস্ত করলেন এবং শাবি-কিরিয়াথয়িমের অধিবাসী এমীয়দের পরাস্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 পরে চোদ্দো বছরে কদরলায়মের ও তাঁর সঙ্গী রাজারা এসে অস্তরোৎ কর্ণয়িমে রফায়ীয়দেরকে, হমে সুষীয়দেরকে, শাবি

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 14:5
28 ক্রস রেফারেন্স  

(রফায়িমদের শেষ বংশধর একমাত্র বাশানের রাজা ওগ্‌ই অবশিষ্ট ছিলেন। তাঁর পালঙ্কটি ছিল লোহার। মানুষের হাতের মাপে সেটি ছিল নয় হাত লম্বা ও চার হাত চওড়া। আম্মোনীদের নগর রব্বায় সেটি এখনও আছে।)


ইমােরীদের রাজা হিষ্‌বোণ নিবাসী সিহোন এবং ইদ্রেয়ীতে অষ্টারোৎ নিবাসী বাশানের রাজা ওগ্‌কে পরাজিত করার পর,


গিরগাশী ও যিবুষী উপজাতি সমূহের দেশ আমি তাদের দিলাম।


তোমরা তাদের ভয় করবে না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবেন।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর মোয়াব সম্বন্ধে বলেছিলেন, নেবোর অধিবাসীদের করুণা কর, তাদের শহর বিধ্বস্ত হয়ে গেছে! কিরিয়াথয়িম শত্রুর হস্তগত, ভেঙে পড়েছে তার দুর্ভেদ্য দুর্গ, অধিবাসীরা চরম লজ্জায় নতমুখ।


ইসরায়েল হবে সেই ক্ষেত্রের মত, যে ক্ষেত্রের ফসল কাটা হয়ে গেছে, সে হবে রফায়িম উপত্যকার ক্ষেত্রের মত শূন্য, রিক্ত, যে ক্ষেত্রের সমস্ত শস্য কুড়ানো হয়ে গেছে।


ভুলে গেল সেখানে তাঁর পরমাশ্চর্য কার্যকলাপ, লোহিত সাগর তীরে তাঁর ভয়াবহ কীর্তিসমূহ।


তাদের কাছে তাঁরা দেখালেন প্রভুর নিদর্শন, হাম-এর দেশে তাঁরা সাধন করলেন অলৌকিক কার্যকলাপ।


ইসরায়েল তখন এল মিশরে, হাম-এর দেশে যাকোব হলেন প্রবাসী।


মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে, হাম-বংশের জনপদে আঘাত করলেন তিনি।


ফিলিস্তিনীরা রাফায়ীম উপত্যকায় এসে উপত্যকাটি দখল করে নিল।


একবার ত্রিশজন সেনানীর তিনজন দাউদের কাছে গেলেন। তিনি এক পাহাড়ে অদুল্লম গুহার কাছে ছিলেন। কাছেই রফায়িম উপত্যকায় একদল ফিলিস্তিনী সৈন্য ছাউনি ফেলেছিল।


এখানে তারা পেয়েছিল বিরাট এক উন্মুক্ত উর্বর চারণক্ষেত্র। সেখানকার পরিবেশ ছিল শান্ত ও নিরুপদ্রব। হামাতী উপজাতির লোকেরা আগে এখানে বাস করত।


ফসল কাটার মরশুমে “ত্রিশজন” প্রধানের মধ্যে তিনজন অদুল্লম গুহায় দাউদের কাছে গেলেন। সেই সময় ফিলিস্তিনী সৈন্যদল রফায়িম উপত্যকায় শিবির সন্নিবেশ করেছিল


ফিলিস্তিনীরা ফিরে গিয়ে আবার রাফায়ীম উপত্যকা দখল করে নিল।


ফিলিস্তিনীরা রাফায়ীম উপত্যকায় এসে উপত্যকাটি দখল করে নিল।


গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।


কদেমোৎ, মেফাৎ, কিরিয়াথয়িম, সিবমা এবং উপত্যকার মাঝে অবস্থিত সেরেৎ-সহার পর্বত,


বাশানের রাজা ওগ, অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে যাঁর রাজধানী ছিল, তাঁর সমগ্র রাজ্য। (ইনি ছিলেন রফায়িমদের সর্বশেষ বংশধর) মোশি এঁদের পরাস্ত করে এঁদের দেশ অধিকার করেছিলেন।


বাশানের রাজা ওগ। ইনি রফায়িমদের অবশিষ্ট বংশধরদের একজন। তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে বাস করতেন।


প্রভু পরমেশ্বর তোমাদের জ্ঞাতি ইসরায়েলীদের যখন তোমাদের মতই স্বস্তি ও নিরাপত্তা দান করবেন, জর্ডনের ওপারে যে দেশ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাদের দিয়েছেন, সেই দেশের অধিকার তারা লাভ করার পর তোমরা আবার ফিরে এসে নিজ নিজ অধিকারভুক্ত সম্পত্তি, যা আমি তোমাদের দিয়েছি, ভোগ দখল করতে পারবে।


বারো বছর এঁরা কেদার-লায়োমের-এর অধীন ছিলেন। তের বছরের সময় এঁরা বিদ্রোহ করেন। পরে চৌদ্দ বছরের সময় কেদার-লায়োমের ও


রূবেণ বংশের লোকেরা পুনরায় নির্মাণ করল হিষরোণ, ইলিয়াসী,


আর গিলিয়দের অবশিষ্ট অংশ, সমগ্র বাশান অর্থাৎ ওগের রাজ্য এবং তার সঙ্গে আর্গোবের সমগ্র অঞ্চল আমি মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের দিলাম। (সমগ্র বাশান রফায়িমদের দেশ বলে খ্যাত ছিল।


এবং জর্ডনের ওপারে ইমোরীদের দুই রাজা, হিষ্‌বোণের অধিপতি সিহোন এবং অষ্টারোৎ নিবাসী বাশানের অধিপতি ওগের যে দশা করেছেন, তা সবই আমরা শুনেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন